Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

ডুবে ডুবে জল খাচ্ছি আবার খাচ্ছি না!-সাবিলা নূর

আনন্দ আলো: শেষ দেখা চলচ্চিত্র?

সাবিলা নূর: ইটারনাল সানশাইন অব দ্য স্পটলেস মাইন্ড।

আনন্দ আলো: স্কুলে আমি ছিলাম?

সাবিলা নূর: স্কলাস্টিকা স্কুলে পড়েছি। ক্লাস ফাইভের আগ পর্যন্ত খুব শান্ত ছিলাম। ক্লাস ফাইভের পর থেকে কীভাবে যেন দুষ্টু হয়ে গেলাম।

আনন্দ আলো: যে পোশাকে আমাকে সবচেয়ে মানায়?

সাবিলা নূর: আমার মনে হয় জিনস আর টপস। তবে সবাই বলে শাড়ি।

আনন্দ আলো: একটা প্রিয় নাম?

সাবিলা নূর: আমার প্রথম ফিকশন, ইউ-টার্ন নাটকে আমার চরিত্রের নাম ছিল ‘অ্যালিস’। এই নামটি আমার খুব প্রিয়।

আনন্দ আলো: আমার চোখে সবচেয়ে সুদর্শন পুরুষ?

সাবিলা নূর: লিওনার্দো ডি ক্যাপ্রিও।

আনন্দ আলো: প্রেমপত্র… দিয়েছি বা পেয়েছি?

সাবিলা নূর: পেয়েছি অনেক। দেওয়া হয়নি।

আনন্দ আলো: যে কাজ করতে সবচেয়ে বেশি ভালো লাগে?

সাবিলা নূর: অভিনয় করতে সবচেয়ে বেশি ভালো লাগে।

আনন্দ আলো: একটা ছেলে মানুষি চাওয়া?

সাবিলা নূর: চাঁদে যাব।

আনন্দ আলো: যে চরিত্রের ভেতরে ঢুকে পড়েছিলাম?

সাবিলা নূর: ‘ইউ-টার্ন’ নাটকে অ্যালিস চরিত্রের ভেতরে ঢুকে পড়েছিলাম। কিছুতেই বের হতে পারছিলাম না।

আনন্দ আলো: তারকা হওয়ার মজা…?

Sabila-Noor-1সাবিলা নূর: যখন আমার বোন স্টার বলে খ্যাপায়, তখন মজা লাগে।

আনন্দ আলো: অভিনয় আমার কাছে নেশা, পেশা, স্বপ্ন নাকি ¯্রফে ফান?

সাবিলা নূর: অভিনয় আমার কাছে প্রবল আবেগের জায়গা।

আনন্দ আলো: যে সহশিল্পীর অভিনয় মুগ্ধ করেছে?

সাবিলা নূর: অ্যালেন শুভ্র আর অপর্ণা সেনের অভিনয় আমাকে মুগ্ধ করেছে।

আনন্দ আলো: ডুবে ডুবে জল…?

সাবিলা নূর: খাচ্ছি আবার খাচ্ছি না।

আনন্দ আলো: বন্ধুরা আমাকে যা বলে খ্যাপায়…?

সাবিলা নূর: বন্ধুরা আমাকে গø্যামার গ্যাংয়ের লিডার বলে খ্যাপায়।

আনন্দ আলো: রেগে গেলে যা করি…?

সাবিলা নূর: রেগে গেলে রীতিমতো ভাঙচুর করি।

আনন্দ আলো: শিল্পী হিসেবে নিজেকে দশে…?

সাবিলা নূর: মাইনাস দশ দেব। ইংরেজি মাধ্যমে পড়ালেখা করেছি বলেই হয়তো আমার উচ্চারণে কিছু সমস্যা আছে। আরও অনেকগুলো জায়গায় জোর দেয়া দরকার।

আনন্দ আলো: সবচেয়ে বেশি শোনা গান?

সাবিলা নূর: অর্ণবের গাওয়া রবীন্দ্রসংগীত ‘মাঝে মাঝে তব দেখা পাই’।

আনন্দ আলো: আমার সম্পর্কে দুইটা গোপন কথা?

সাবিলা নূর: আমি মেটাল গানের ভীষণ ভক্ত, যেটা আমাকে দেখে হয়তো বোঝা যায় না। আমি খুবই রাগী, রাগটা কন্ট্রোল করতে পারি না।

আনন্দ আলো: প্রতিদিন ঘুম থেকে উঠে মনে মনে কী বলেন?

সাবিলা নূর: ঘুম থেকে উঠে মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো ভাবে চলি। মানুষের সঙ্গে ভালো ব্যবহার করি। আর মানুষকে যেন ভালোবাসি।

আনন্দ আলো: প্রেমের নাম বেদনা। ভালোবাসার নাম কী?

সাবিলা নূর: ভালোবাসার নাম সুখ।