Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

সবাই আসছে বইয়ের টানে!

বৃহস্পতিবার ঢাকায় রাজনৈতিক অস্তিরতা থাকায় বইমেলায় সেদিন দর্শনার্থীর সংখ্যা তুলনামূলক ভাবে কম ছিল। কিন্তু গতকাল শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে বইমেলা আবার জমে ওঠে। বইয়ের টানে দলে দলে মেলায় এসেছিল ক্রেতা-দর্শক। বিভিন্ন স্টল ও প্যাভিলিয়নে বইয়ের বিক্রি ছিল বেশ উৎসাহ ব্যঞ্জক। কয়েকজন প্রকাশক বললেন, সকালের দিকে মেলায় ক্রেতা-দর্শকের সংখ্যা কম থাকলেও বিকেলের দিকে মেলায় পরিবেশ বদলে যায়। সন্ধ্যায় মেলায় উভয় অংশই ক্রেতা-দর্শকের ভীড়ে আনন্দ মুখর হয়ে ওঠে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে শেলায় ঢুকতে হয়েছে। গতকাল জনপ্রিয় কবি লেখকদের অনেকেই বইমেলায় এসেছিলেন। মুহম্মদ জাফর ইকবালকে গতকাল প্রথমবারের মতো এবারের বইমেলায় দেখা গেছে। জনপ্রিয় কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন, আনিসুল হক সহ অনেকে মেলায় এসে বিভিন্ন প্যাভিলিয়নে বসে ভক্ত-পাঠকদের কেনা বইয়ে অবিরাম অটোগ্রাফ দিয়েছেন।
বইমেলার মূলমঞ্চে প্রতিদিন আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকে। গতকাল আলোচনা সভা শেষে দেশের কয়েকজন গুণী শিল্পী সঙ্গীত পরিবেশন করেন। বইমেলার সোহরাওয়ার্দী উদ্যাণ অংশে গ্রæপ থিয়েটার ফেডারেশনের উদ্যোগে পথ নাটক মঞ্চায়ন কার্যক্রম শুরু হয়েছে গতকাল। ফেডারেশনের এই আয়োজন মেলার সৌন্দর্য অনেকাংশে বাড়িয়ে তুলেছে।