Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

নিশোর আচরণ!

জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। বর্তমান সময়ের ব্যস্ততম কয়েকজন অভিনেতার মধ্যে তিনি অন্যতম। অভিনয় দক্ষতা এবং একের পর এক ভিন্নধর্মী ও চ্যালেঞ্জিং সব চরিত্রে অভিনয় করে হয়েছেন দর্শকনন্দিত। টিভি চ্যানেল, বিজ্ঞাপন দাতা থেকে শুরু করে দর্শকদের মাঝে নিশোর নাটক মানেই অন্যরকম একটি বিষয়। কারণ সবাই জানেন নিশো কোনো নাটকে সিডিউল দেয়া মানে নাটকের গল্পসহ আনুষঙ্গিক সবকিছু ভালোই হবে। এক কথায় নাটকটি অসাধারণ হবে। কারণ গড়পড়তা নাটকে তিনি অভিনয় করেন না। এতকিছুর পরও নিশোকে নিয়ে শোবিজের অনেকেই নেতিবাচক মন্তব্য পোষণ করছেন। নাটকের সেটে নিশোর আচরণ নিয়ে অনেকেই নানা কথা ছড়াচ্ছেন। কারো কারো মতে, নিশো নাটকের সেটে সময়মতো এলেও তিনি কখনও কখনও নির্ধারিত সিক্যুয়েন্সের শুটিংয়ে যাওয়ার আগে ডিরেক্টরের সঙ্গে দৃশ্যটি নিয়ে অহেতুক বাকবিতÐা শুরু করেন। তরুণ নির্মাতার নাটকের অভিনয়ের সময় তার এই আচরণ বেশি প্রকাশ পায়। এছাড়াও নিশোর ক্ষেত্রে ফোন রিসিভ না করা নিয়েও অনেকের অভিযোগ রয়েছে। একজন জনপ্রিয় নির্মাতা জানান, উনি সিডিউল দেয়ার পর স্ক্রীপ্ট, ক্যারেক্টার গেটাপসহ নানান বিষয়ে কথা বলার জন্য ফোন করেও পাওয়া যায় না। এমন না যে উনি অন্যের ফোন রিসিভ করেন না। অনেকের সঙ্গে যোগাযোগ করেন ঠিকই। নির্মাতাদের বেলায় ইচ্ছে মাফিক ফোন রিসিভ করেছেন। তাও সেটা ৩/৪ দিন পর। এমন যখন অবস্থা তখন আসলেই নাটকের ইন্ডাস্ট্রির জন্য এটা খারাপ একটা দিক। অনেকের মতে, ভালো অভিনেতাদের সব দিক থেকেই সবকিছু ঠিক রাখা তার নৈতিক দায়িত্ব। এমনিতেই আমাদের টিভি নাটকের অবস্থা নাজুক সেইদিক থেকে শিল্পীদের সকল ধরনের সহযোগিতা ইন্ডাস্ট্রির সকলের কাছে কাম্য বলে অনেকেই উল্লেখ করেন।