Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

দুই নৌকাতে পা দেয়া উচিত নয়

টিভি নাটক ও চলচ্চিত্র- দুই পর্দাতেই ভিন্ন ধরনের চরিত্রে অভিনয়ের জন্য জনপ্রিয়তা রয়েছে অভিনেত্রী অপর্ণা ঘোষের। সমসাময়িক কাজ নিয়ে কথা বলেছেন তিনি-

আনন্দ আলো: এখন কী নিয়ে ব্যস্ত?

অপর্ণা: নাটকের শুটিং-ই করছি। কিছু সিঙ্গেল নাটক আর ধারাবাহিকের কাজ নিয়ে ব্যস্ত আছি।

আনন্দ আলো: চলচ্চিত্র কিংবা টিভি নাটক- আপনাকে সবসময় একটু গতানুগতিকের বাইরের চরিত্রে অভিনয় করতে দেখা যায়-

অপর্ণা: এটা বলতে পারেন আমার ভালো লাগা। আমি সবসময় চরিত্র নিয়ে খেলতে পছন্দ করি। সেই জায়গা থেকে সবসময় চরিত্রের ভেরিয়েশন খুঁজি। যেমন আমাকে মেঘমল্লার‘ ছবিতে একরকম দেখা গেছে আবার ‘ভুবন মাঝি’তে অন্যরকম চরিত্রে পর্দায় হাজির হয়েছি। আমি চেষ্টা করি সবসময় নিজেকে ভাঙার।

আনন্দ আলো: টিভি নাটক নিয়ে আপনার মন্তব্য কী?

অপর্ণা: অনেক ভালো ভালো কাজ হচ্ছে এখন। আর দর্শকও নাটক দেখছেন। দর্শক এখন আর টিভিতেই নাটক দেখায় সীমাবদ্ধ নয়। ইউটিউবে প্রচুর দর্শক নাটক দেখে। একটি নাটকের ভিউয়ারসই তার বড় প্রমাণ।

আনন্দ আলো: চলচ্চিত্রে অভিনয়ের কারণে নাটক আর মঞ্চে কাজ করতে পারছেন না, কীভাবে দেখছেন?

অপর্ণা: আমার কাছে মনে হয়, সৃজনশীল কাজগুলো সময় নিয়েই করতে হয়। বিশেষ করে অভিনয়ে। আর আমার বাবা সব সময় বলতেন দুই নৌকাতে পা দেয়া উচিত নয়। সেজন্য যে কাজটি করি না কেন, সেটিতে মনোযোগ দিয়ে কাজ করার চেষ্টা করি।

আনন্দ আলো: ভবিষ্যৎ পরিকল্পনা কী?

অপর্ণা: আমি অভিনয়টাকেই ভালোবাসি। এই অভিনয় নিয়েই থাকতে চাই। দর্শকদের ভালোকিছু উপহার দিতে চাই। আর এমন সব চরিত্রে কাজ করবো যেন মানুষ আমাকে সবসময় মনে রাখে।