Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

সুবর্ণার দুই ছবি ডিসেম্বরে

‘ঘুড্ডি, নয়নের আলো’, সুরুয মিয়া’, অপহরণ’, পালাবি কোথায়’ প্রভৃতি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন গুণি অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা। দীর্ঘদিন পর প্রেক্ষাগৃহে ফিরছেন তিনি। একটি নয়, ডিসেম্বরে মুক্তি পাবে সুবর্ণা মুস্তাফা অভিনীত দুটি ছবি।

২০ অক্টোবর মুক্তি পাওয়ার কথা ছিলো সরকারি অনুদানের ছবি গহীন বালুচর’। বিশেষ কারণে এর মুক্তি পিছিয়েছে। বছরের শেষ শুক্রবার (২৯ ডিসেম্বর) মুক্তি পাবে সুবর্ণার এই ছবি। এর আগেই ২২ ডিসেম্বর  আসছে এই অভিনেত্রীর আরেক ছবি আঁখি ও তার বন্ধুরা’। দুটি ছবিই সরকারি অনুদানে তৈরি।

মুহম্মদ জাফর ইকবালের গল্প ‘আঁখি ও তার বন্ধুরা’কে বড়পর্দায় নিয়ে আসছেন মোরশেদুল ইসলাম। এই জুটির আগের কাজ ‘দীপু নাম্বার টু’ ও ‘আমার বন্ধু রাশেদ’ বেশ প্রশংসিত হয়েছিলো। ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় ছবিটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন সুবর্ণা মুস্তাফা।