Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

সালমান শাহ’র প্রেমে পড়েছিলাম-পপি

আনন্দ আলো: আপনি কি পপি?

পপি: হ্যাঁ। আমি সাদিকা পারভীন পপি

আনন্দ আলো: পপি নামের অর্থ কী?

পপি: পপি একটি ফুলের নাম। ফুলের নাম অনুসারে আমার নাম রাখা হয়েছে পপি।

আনন্দ আলো: এত কিছু থাকতে চলচ্চিত্রে এলেন কেন?

পপি: সালমান শাহর নায়িকা হব বলে।

আনন্দ আলো: জীবনের মোড় ঘুরিয়ে দেয় যে কাজ অর্থাৎ চলচ্চিত্রটি

পপি: ‘কুলি’ ও ‘বিদ্রোহী পদ্মা’ ছবি দুটি আমার জীবনের মোড় ঘুরিয়ে দেয়।

আনন্দ আলো: অভিনয় ছাড়া আর যা ভালো করতে পারেন?

পপি: ইন্টেরিয়র ডিজাইন করতে পারি, মজাদার রান্না বান্না করতে পারি। মাছ ধরতে পারি।

আনন্দ আলো: এই মুহূর্তে যদি ফেসবুকে স্ট্যাটাস দিতে হয়, যা লিখব

পপি: স্টপ কিলিং। রোহিঙ্গাদের ওপর যে অমানবিক নির্যাতন হচ্ছে, সেটার বিরুদ্ধে প্রতিবাদ জানাব।

আনন্দ আলো: কোনো গ্রামে আপনি সিনেমার শুটিং করতে গেলেন। ক্যামেরা লাইট, অ্যাকশন বলার সঙ্গে সঙ্গে আপনার কণ্ঠ দিয়ে পুরুষালি কণ্ঠ বের হতে লাগল। তখন আপনি কী করবেন?

পপি: কি আর করার, ছেলেদের গেটাআপ নিয়ে অভিনয়ে নেমে পড়ব। এ ছাড়া তো আর কোনো উপায় নেই।

আনন্দ আলো: ক্যামেরার সামনে প্রথম দিন..

পপি: বার্জার পেইন্ট বিজ্ঞাপন চিত্রে কাজ করার সময় প্রথম ক্যামেরার মুখোমুখি হই। একদম নতুন কোনো অভিজ্ঞতা অর্জনের সময় মনের ভেতর যে উত্তেজনা কাজ করে সেদিন আমার ঠিক তেমনই লাগছিল। প্রথম শুটিং করতে গিয়ে মানুষ সাধারণত নার্ভাস থাকে। কিন্তু আমার একেবারেই তেমন লাগছিল না। খুব মজা করেই কাজটা শেষ করেছিলাম।

আনন্দ আলো: যে প্রশ্ন শুনতে শুনতে ক্লান্ত…

পপি: আপনি বিয়ে করছেন কবে।

আনন্দ আলো: যে সিনেমা দেখে প্রচÐ হেসেছি…

পপি: মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কুলি’ আমার খুবই পছন্দের একটি ছবি। যতবার দেখেছি ততবার প্রচÐ হেসেছি।

আনন্দ আলো: যাকে অথবা যাদের দেখে এখনো অভিনয় শিখি?

Popy-1পপি: আমাদের দেশের লিজেন্ড নায়িকাদের কাছ থেকে কমবেশি অভিনয় শেখার চেষ্টা করি। শাবানা ম্যাডাম, ববিতা আপা, রোজিনা আপা উনাদের মতো বড় মাপের অভিনেত্রীর কাছ থেকে প্রতিনিয়ত অভিনয় শিখছি।

আনন্দ আলো: আপনার অভিনীত কোন সিনেমার সংলাপটি এখনো হৃদয়ে গেঁথে আছে?

পপি: ‘কারাগার’ ছবিতে সুন্দর একটা সংলাপ আছে। বাহ বাহ জজ সাহেব আপনাকে আমি বাঁচালাম আর এখনতো আপনি আমাকেই সাজা দিবেন- সংলাপটি এখনো আমার হৃদয়ে নাড়া দেয়।

আনন্দ আলো: শুটিং শেষ করে বাড়ি ফেরার পথে ছিনতাইকারীর কবলে পড়লে কী করবেন।

পপি: ছিনতাইকারীকে বলব, ভাইয়া আমি নায়িকা পপি। আমাকে ছেড়ে দেন।

আনন্দ আলো: প্রেম পত্র… দিয়েছি বা পেয়েছি?

পপি: প্রেমপত্র দেয়া এখনো হয়নি। তবে প্রেমপত্র পেয়েছিলাম ক্লাস ফাইভে পড়ার সময়।

আনন্দ আলো: বন্ধুরা যা বলে খ্যাপায়

পপি: বন্ধুরা আমাকে সব সময় লম্বু বলে খ্যাপায়।

আনন্দ আলো:  প্রথম কার প্রেমে পড়েছিলেন?

পপি: সর্ব প্রথম আমি সালমান শাহর প্রেমে পড়েছিলাম। মূলত কেয়ামত থেকে কেয়ামত ছবিটি দেখে তার প্রেমে পড়ে যাই। এখনো আমার প্রিয় নায়ক তিনি।

আনন্দ আলো: ডুবে ডুবে জল..?

পপি: খাচ্ছি আবার খাচ্ছি না।

আনন্দ আলো: ‘বিয়ে হলো বাসর হলো না’ ছবিতে অভিনয় করছেন। আপনার বিয়ে হবে কবে?

পপি: বিয়ে… অবশ্যই করব তবে সবাইকে জানিয়ে।

আনন্দ আলো: আপনার পাঁচটি ভালো গুণের কথা বলুন।

পপি: আমি সাংসারিক একটা মেয়ে। পরিবারকে প্রচÐ ভালোবাসি। মানুষকে সহযোগিতা করতে পছন্দ করি কিন্তু সেটা প্রকাশ্যে নয়। আমি মিথ্যা কথা বলি না। আমি অল্পতেই মানুষকে আপন করে নিতে পারি।

আনন্দ আলো: আপনার পাঁচ খারাপ গুণের কথা বলুন।

পপি: আমি খুব ইমোশনাল। মানুষকে সহজেই বিশ্বাস করি। আমি খুব বোকা। আমার ভেতরে কোনো প্যাঁচ গোচ নেই। আমি ক্রিটিক্যাল না, সহজ সরল একজন মানুষ।