Home শীর্ষ কাহিনি প্রচ্ছদ মুখ জয়তু চ্যানেল আই-মেহজাবীন

জয়তু চ্যানেল আই-মেহজাবীন

SHARE
Mehjabin

দেশে এই মুহূর্তে প্রতিভাবান অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে লাক্স চ্যানেল আই সুপারস্টার মেহজাবীন এর কথা বেশ আলোচিত হচ্ছে। ‘বড়ছেলে’ নামের একটি টেলিফিল্ম-এ দুর্দান্ত অভিনয় করেছেন তিনি। ইউটিউব-এ টেলিফিল্মটি রীতিমতো ঝড় তুলেছে। ধন্যধন্য রব পড়েছে মেহজাবীনকে ঘিরে।

মেহজাবীন লাক্স ও চ্যানেল আই-এর রিয়েলিটি শো থেকে উঠে আসা প্রতিভাধর এক গুণী তারকা। প্রসঙ্গ তুলতেই বললেন, লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতা আমাকে আমার স্বপ্ন বাস্তবায়নের সুযোগ করে দিয়েছে। সেজন্য আমি কৃতজ্ঞ। দেশের প্রথম ডিজিটাল টেলিভিশন মাধ্যম চ্যানেল আই আমার সকল কর্মের অনুপ্রেরণার উৎস। ১৮ পেরিয়ে চ্যানেল আই ১৯-এ পা দিল। অনেক, আনন্দ হচ্ছে। জয়তু চ্যানেল আই।