Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

এই একটি কথা শুনলে ক্লান্তি লাগে না!-ইমন

মোহাম্মদ তারেক
আনন্দ আলো: মামনুন হাসান ইমন নামের অর্থ কী?
ইমন: মামনুন নামের অর্থ হচ্ছে কৃতজ্ঞতাবোধ।
আনন্দ আলো: এত কাজ থাকতে অভিনয়ে এলেন কেন?
ইমন: বুঝে উঠার আগেই এই কাজে ঢুকে গেছি তাই অন্যকাজে ঢোকার সুযোগ পাইনি।
আনন্দ আলো: জীবনের মোড় ঘুরিয়ে দেয় যে কাজটি?
ইমন: অমিতাভ রেজার ‘বাংলালিংক দেশ’ বিজ্ঞাপনটি আমার জীবনের মোড় ঘুরিয়ে দেয়।
আনন্দ আলো: ছোটবেলায় কী হতে চেয়েছিলেন?
ইমন: ছোটবেলায় ক্রিকেটার হতে চেয়েছিলাম। কিন্তু হয়ে গেছি নায়ক।
আনন্দ আলো: কোনো গ্রামে আপনি সিনেমার শুটিং করতে গেলেন। ক্যামেরা, লাইট, অ্যাকশন বলার সঙ্গে সঙ্গে আপনার সামনে সুন্দরবন থেকে একটা চিতা বাঘ হাজির হয়ে গেলে তখন আপনি কী করবেন?
ইমন: বাঘ মামা আমার সঙ্গে সেলফি তুলতে এসেছেন। প্লিজ একটু অপেক্ষা করতে হবে। বসেন শটটা দিয়া লই। তারপর আপনার সঙ্গে খুব মজা করে সেলফি তুলবো।
আনন্দ আলো: বন্ধুরা যে কারণে খ্যাপায়……
ইমন: এই তো ব্যস্ত নায়ক আইস্যা পড়ছে রে, ওর লগে কম কথা ক…. ।
আনন্দ আলো: শুটিংয়ের সময় যে জিনিসটা সঙ্গে নিতে চান?
ইমন: মশা মারার স্প্রে। কারণ যে কোনো সময়ে মশার কামড়ে চিকুনগুনিয়া অথবা ডেঙ্গু হতে পারে। সাবধান!
আনন্দ আলো: পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী-২ ছবিতে ক্রিকেটারের চরিত্রে অভিনয় করেছেন। জাতীয় দলে ক্রিকেট খেলার সুযোগ পেলে আপনি ব্যাটসম্যান না বোলার হবেন?
ইমন: অবশ্যই অলরাউন্ডার হবো।
আনন্দ আলো: আপনাকে একদিনের জন্য মঙ্গল গ্রহে পাঠানো হলে কাকে সঙ্গে নিতে চাইবেন?
ইমন: ভাই রে বউকে ছাড়া অন্য কাউকে সঙ্গে নেয়া যাবে না। কারন বউ চরম মাইন্ড করবে।
আনন্দ আলো: যে প্রশ্ন শুনতে শুনতে ক্লান্ত…
ইমন: ভাইয়া আপনার সঙ্গে একটা সেলফি তুলবো, প্লিজ…
আনন্দ আলো: যে সিনেমা দেখে কেঁদেছেন…
EMON-(34)ইমন: ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত, খালিদ মাহমুদ মিঠু পরিচালিত ‘গহীনে শব্দ’ আমার খুবই পছন্দের একটি ছবি। যতবার দেখেছি ততবারই মনে মনে কেঁদেছি।
আনন্দ আলো: গোপন কোন কথাটি স্ত্রীর কাছে বলেন না?
ইমন: না ভাই, স্ত্রীর কাছে কোনো কথা গোপন রাখি না। ভয়ে সব বলে দেই।
আনন্দ আলো; আপনার অভিনীত সিনেমার কোন সংলাপটি এখনো হৃদয়ে গেঁথে আছে?
ইমন: ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত খালিদ মাহমুদ মিঠু পরিচালিত ‘গহীনে শব্দ’ ছবিতে সুন্দর একটা কথা আছে। ‘তুমি আমার জীবনের গহীনে আসলেও বুঝতে পারবে… সংলাপটি এখনো আমার হৃদয়ে নাড়া দেয়।
আনন্দ আলো: মিডিয়ায় যে ব্যাপারটা ভালো লাগে না?
ইমন: মিডিয়ার লোকরা নামাজ পড়লে সেটা অনেকে বাঁকা চোখে দেখে। আমরা যে ভালো কাজ করতে পারি সেটা অনেকেই বুঝতে চায় না। এই বিষয়টা খারাপ লাগে!
আনন্দ আলো: যাকে অথবা যাদের দেখে এখনো অভিনয় শিখি…
ইমন: আমাদের দেশের লিজেন্ড নায়কদের কাছ থেকে কমবেশি অভিনয় শেখার চেষ্টা করি। সিনিয়র যারা আছেন তাদের মধ্যে কেউ কেউ গত হয়ে গেছেন। নায়করাজ রাজ্জাক, সোহেল রানা, ফারুক, আলমগীর, জাফর ইকবাল, সালমান শাহ উনাদের মতো বড় মাপের অভিনেতার কাছ থেকে প্রতিনিয়ত আমি অভিনয় শিখছি।
আনন্দ আলো: কখনো কী জোনাকীর আলো দেখেছেন?
ইমন: জোনাকীর আলো অবশ্যই দেখেছি আবার জোনাকীর আলো নামের একটি ছবিতেও অভিনয় করেছি।
আনন্দ আলো: আপনার চোখে সিনেমার চমৎকার জুটি…
ইমন: রাজ্জাক-ববিতা
আনন্দ আলো: একদিন হঠাৎ দেখলেন আপনি ছেলে থেকে মেয়ে হয়ে গেলেন? তখন কী করবেন?
ইমন: তখন আর কি করব? সেজেগুজে নায়িকার চরিত্রে অভিনয় করব। এছাড়া তো আর কোনো উপায় নাই।
আনন্দ আলো: বিয়ের পরও তরুণীরা যখন বলে আই লাভ ইউ…
ইমন: খুউব ভালো লাগে ভাই। এই একটা কথা আছে যেটা শুনতে ক্লান্তি লাগে না।
আনন্দ আলো: স্বপন আহমেদ পরিচালিত ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ‘লালটিপ’ ছবিতে আপনি অভিনয় করেছিলেন। কখনো কী স্ত্রীর কপালে লালটিপ পরিয়ে দিয়ে ছিলেন?
ইমন: কোনো এক বৈশাখে আমার স্ত্রীর কপালে বড় একটা লালটিপ পরিয়ে দিয়েছিলাম। হা: হা: হা:।