Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

ইন্টেরিয়র ডিজাইনার: মিলি

ফারহানা মিলি একজন ইন্টেরিয়র ডিজাইনার। তবে সেটা বাস্তব জীবনে নয়। ‘মেঘে ঢাকা আকাশ’ শিরোনামের নাটকে এমন একটি চরিত্রে দেখা যাবে ‘মনপুরা’ খ্যাত এই চলচ্চিত্র অভিনেত্রীকে। এতে তার সহশিল্পী হচ্ছেন লাক্স চ্যানেল আই তারকা মেহজাবীন চৌধুরী। মজার বিষয় হচ্ছে, এই নাটকটিতে অভিনয়ের আগে এই দু’জনের কখনোই দেখা হয়নি। একজন অন্যজনকে অভিনয়ের মাধ্যমে চিনলেও কখনই তাদের সরাসরি সাক্ষাৎ হয়নি। শুটিংয়েই তাদের প্রথম পরিচয় হয়েছে। ফারহানা মিলি বলেন, মেহজাবীনের সঙ্গে এই নাটকের শুটিং লোকেশনেই আমার প্রথম দেখা। অভিনয়ের প্রতি মেয়েটি দারুণ সিরিয়াস। আমার মনে হয় ভবিষ্যতে সে আরও ভালো করবে। মেহজাবীন বলেন, মিলি আপু খুব বিনয়ী মানুষ। তার সঙ্গে প্রথমবারের মতো কাজ করে বুঝেছি শুটিংয়ে তিনি কতটা আন্তরিক। নাটকটিতে আমি একজন অন্ধ মেয়ের চরিত্রে অভিনয় করি। এটি এনটিভিতে প্রচার হবে বলে পরিচালক সূত্রে জানা যায়।