Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

এসিআই ফানকেক আনন্দ আলো শিশুসাহিত্য পুরস্কার বসেছিল শিশুসাহিত্যিকদের মিলন মেলা

নন্দিত কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন তাঁর বক্তব্য শুরু করলেন এভাবে- আমার লেখালেখি শুরু হয়েছিল শিশুদের বিষয় নিয়ে। এখনও আমি শিশুদের জন্য লিখতেই স্বাচ্ছন্দ্য বোধকরি। আমি মনেকরি শিশুদের জন্য গল্প, উপন্যাস লেখা বেশ শক্ত কাজ। তবে এই কাজে বেশ আনন্দ আছে। শিশুদের জন্য একটি ভালো লেখা লিখতে পারলে বেশ সুখ পাই। মনের ভেতর আনন্দ জাগে। মনে মনে ভাবি- একটা ভালো কাজ করতে পারলাম। ১১ মার্চ চ্যানেল আই ভবনে এসি আই ফানকেক আনন্দ আলো শিশুসাহিত্য পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এভাবেই পুরস্কার প্রাপ্তির অনুভ‚তি ব্যক্ত করলেন ইমদাদুল মিলন। তাঁর পাশাপাশি এবার শিশুসাহিত্যিক আলী ইমাম ও সোহেল মল্লিকও এই পুরস্কার পেয়েছেন। চ্যানেল আই ভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার প্রাপ্ত এই গুণী লেখকদের হাতে পুরস্কার তুলে দেন বাংলা একাডেমির মহাপরিচালক ও পুরস্কার প্রদান কমিটির সভাপতি শামসুজ্জামান খান ও এসি আই ফুডস লি: এর বিজনেস ডিরেকটর ফারিয়া ইয়াসমিন। আনন্দ আলোর সম্পাদক রেজানুর রহমান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্ঠানে শিশুদেরকে দেশাত্ববোধে উদ্বুদ্ধ করার লক্ষ্যে আরও বেশি শিশুতোষ সাহিত্য রচনার জন্য দেশের সকল কবি সাহিত্যিকের প্রতি আহবান জানান হয়। আনন্দমুখর এই অনুষ্ঠানে শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম, লুৎফর রহমান রিটন, আহমাদ মাযহারসহ সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন মৌসুমী বড়ুয়া।