Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

মেলায় কে কোথায় বসেন

মোহাম্মদ তারেক
বইমেলায় প্রতিদিনই প্রিয় লেখকদের খোঁজ করেন বইপ্রেমীরা। জনপ্রিয় লেখকদের অনেকেই মেলায় এসে র্নিধারিত স্টলে, বাংলা একাডেমির তথ্যকেন্দ্রে অথবা সোহরাওয়ার্দী উদ্যানে মেলা মাঠে বসে আড্ডা দেন। জনপ্রিয় লেখক মুহম্মদ জাফর ইকবাল সোহরাওয়ার্দী উদ্যানের প্রবেশ গেটের সামনে কিছুদূর এগোতেই ডানদিকে দেখা মেলবে তা¤্রলিপির স্টল। স্টলের পাশে ছোট একটা গাছের নিচে বসে বইপ্রেমীদের অটোগ্রাফ দেন। ভক্তরাও প্রিয় লেখককে কাছে পেয়ে তার সঙ্গে ছবি তোলেন। আবার কেউ কেউ সেলফি তুলে নেন। জনপ্রিয় কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন মেলায় এলেই অনন্যা প্রকাশনীর স্টলে বসেন। সেখানে তিনি পাঠকদের বইয়ে অটোগ্রাফ দেন। আর জনপ্রিয় কথাসাহিত্যিক আনিসুল হক মেলায় এসে প্রথমেই বসেন প্রথমার স্টলে। সেখানে বসে বইপ্রেমীদের অটোগ্রাফ দেন। তাদের সঙ্গে ছবি তুলেন। তিনি কখনো কখনো অনন্যা কখনো সময় প্রকাশনীতেও বসেন। কবি আসাদ চৌধুরী মেলায় এসে বিশেষ কোনো স্টলে বসেন না। তাকে দেখা যায় কখনো তথ্যকেন্দ্রের সামনে আড্ডা দিতে। আবার সোহরাওয়ার্দী উদ্যানের বিভিন্ন স্টলে বই দেখতে বের হন তিনি। বিশিষ্ট গণসঙ্গীত শিল্পী ফকির আলমগীরকে প্রায়ই দেখা যায় সোহরাওয়ার্দী উদ্যানের অনন্যা স্টলের সামনে। তারপর পুুরো মেলা মাঠ ঘুরে দেখেন তিনি। কথাসাহিত্যিক মোহিত কামাল বেশির ভাগ সময় সোহরাওয়ার্দী উদ্যানে বিদ্যা প্রকাশের স্টলে বসে পাঠকদের অটোগ্রাফ দেন। শিশুসাহিত্যিক লুৎফর রহমান রিটন, আসলাম সানী, আমীরুল ইসলাম, কবি রেজাউদ্দিন স্টালিন, আহমদ মাজহার কে বেশির ভাগ সময় পাওয়া যায় তথ্যকেন্দ্রের সামনে। বিকালে তাদেরকে দেখা যায় সোহরাওয়ার্দী উদ্যানের মেলা মাঠে। ১২ তারিখ থেকে প্রতিদিন বইমেলার সোহরাওয়ার্দী উদ্যানে থেকে চ্যানেল আই সরাসরি অনুষ্ঠান প্রচার করছে। আইএফআইসি ‘বইমেলা সরাসরি’ অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন লুৎফর রহমান রিটন ও সহযোগিতায় রয়েছেন আহমাদ মাযহার। বিশিষ্ট শিশুসাহিত্যিক আলী ইমামকে প্রায় প্রতিদিনই বইমেলার প্রাঙ্গনে পাওয়া যায়।