Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

বন্ধু হয়ে আছি পাশে

মোহাম্মদ তারেক
গতি, সেবা ও ত্যাগ আমাদের মূলমন্ত্র। দুর্যোগ মোকাবেলায় আমরা দৃঢ় প্রতিজ্ঞ এই মূলমন্ত্র নিয়ে মানুষের জন্য, দেশের জন্য মানবতার সেবায় কাজ করে চলেছে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। দুর্যোগ-দুর্ঘটনায় জীবন ও সম্পদ রক্ষার মাধ্যমে নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা এবং এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে সক্ষমতা অর্জন করাই এই সেবা প্রতিষ্ঠানটির লক্ষ্য। এবার একুশে বইমেলায় অগ্নিনির্বাপনের জন্য রয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর দুইটি দল। একটি বাংলা একাডেমির চত্বরের মূলমঞ্চের কোনায় অন্যটি সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থিত। ফায়ার সার্ভিসের সেবা সঠিক ভাবে প্রদানের জন্য মেলার উভয় পাশেই অগ্নিসেনা গণ ২৪ ঘণ্টাই ডিউটিতে নিয়োজিত থাকছেন। মেলায় সার্বিক নেতৃত্বে রয়েছেন উপসহকারি পরিচালক আব্দুল হালিম, সার্বিক সহযোগিতায় আছেন সিনিয়র স্টেশন অফিসার তানহারুল ইসলাম। বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে দুই অংশেই ১টি তথ্যকেন্দ্র, ১টি নিয়ন্ত্রণকক্ষ, ২টি পানি বাহি গাড়ি, ১টি অ্যাম্বুলেন্স, ৪টি টু-হুইলার ওয়াটার মিক্সড মটর সাইকেল, ১টি প্রোটেবল ওয়াটার ট্যাংক, ৫টি এ এফ টি সহ ২০টি ফায়ার এক্সটিংগুইসার নিয়ে স্টেশন অফিসার মো: আবুল কালাম আজাদ ও সারোয়ার খানের নেতৃত্বে সর্বোক্ষনিক ৩৪জন ফায়ার ফাইটার সেবায় নিয়োজিত আছেন। প্রতিদিন ০২ জন করে ওয়্যারহাউজ ইন্সপেক্টর মেলায় টহলের দায়িত্বে রয়েছেন।