Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

ট্রেসেমে আয়োজিত দ্য ফিউচার ফেব্রিক শো জমজমাট খাদি উৎসব

বাংলাদেশের ঐতিহ্যবাহী, চিরায়ত, সংস্কৃতি ও ঐতিহ্যকে প্রতিফলিত করে খাদি কাপড়। সম্পূর্ণ সুতায় তৈরি আরামপ্রদ এই খাদি যুগ যুগ ধরে এদেশের মধ্যবিত্ত মানুষের প্রিয় কাপড়। খাদি কাপড়ে তৈরি পাঞ্জাবির ঐতিহ্য দীর্ঘদিনের। এছাড়া শার্ট, ফতুয়া, মেয়েদের সালোয়ার কামিজ দেশ-বিদেশে দারুণ সমাদৃত।

এই ঐতিহ্যবাহী খাদি কাপড় নিয়ে অনুষ্ঠিত হয়ে গেল একটি এক্সক্লুসিভ ফ্যাশন শো। ট্রেসেমে নিবেদিত এবং ফ্যাশন ডিজাইন কাউন্সিল অব বাংলাদেশ আয়োজিত দুই দিনব্যাপী খাদি উৎসব গত ৯ ও ১০ ডিসেম্বর রাজধানীর রেডিসন ব্লু হোটেলে অনুষ্ঠিত হয়েছে। দ্যা ফিউচার ফেব্রিক শো শীর্ষক এই ফ্যাশন শো এবার দ্বিতীয় বারের মতো অনুষ্ঠিত হলো।

সম্পর্কিত

চিরায়ত বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যকে প্রতি ফলিত করে খাদি কাপড় আর সারা বিশ্বে আধুনিক ফ্যাশনের সঙ্গে চলা একটি ব্র্যান্ড হলো- ট্রেসেমে। তাই ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড-এর অন্যতম হেয়ার সেরার ব্র্যান্ড ট্রেসেমে আয়োজিত খাদি উৎসবের মূল লক্ষ্য হলো- আধুনিক ফ্যাশনের সঙ্গে বাংলাদেশের ঐতিহ্যের সংযোগ স্থাপন করে বহির্বিশ্বে ডিজিটাল ফ্যাশনের সঙ্গে খাদির পরিচয় ঘটানো।

৯ ডিসেম্বর এবারের খাদি উৎসব উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। ১০ ডিসেম্বর সমাপনীতে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। ফ্যাশন ডিজাইন কাউন্সিল অব বাংলাদেশ এফডিসিবি-র সভাপতি ও ফ্যাশন ডিজাইনার মাহিন খান, খ্যাতিমান ফ্যাশন ডিজাইনার এমদাদ হকসহ দেশি-বিদেশি অনেক নামকরা ফ্যাশন ডিজাইনার খাদি উৎসবে অংশ নেন।

এবারের খাদি উৎসবের অনুপ্রেরণা ছিল বাংলাদেশের ঐতিহ্যবাহী স্থাপনা সমূহ। ফ্যাশন শোতে ডিজাইনারদের তৈরি খাদি পোশাকের অসাধারণ সম্ভার নিয়ে একে একে র‌্যাম্পে উঠেন মডেলরা। এছাড়া গত ১২ ও ১৩ ডিসেম্বর গুলশানের গার্ডেনিয়া মিলনায়তনে অনুষ্ঠিত হয় খাদি পণ্যের প্রদর্শনী। এই প্রদর্শনী সর্ব সাধারণের জন্য উম্মুক্ত ছিল। উপস্থিত অতিথিরা খাদি পণ্য কেনায় ব্যস্ত ছিলেন। অনেক ক্রেতাই তাদের দেশীয় এই ঐতিহ্যবাহী পণ্য কিনে সন্তুষ্টির কথা জানান।

খাদি উৎসবে টাইটেল স্পন্সর ছিল ট্রেসেমে। অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা করেছেন সংস্কৃতি মন্ত্রণালয়, বেঙ্গল গ্রুপ অব লিমিটেড। অন্যান্য স্পন্সরের মধ্যে ছিল গ্রীন ডেল্টা ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড, সেনোরা, সিটি ব্যাংক লিমিটেড, কাজী এন্ড কাজী টি, ক্রাউন সিমেন্ট এবং ডি এম ডুব্লিউ।