Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

আরটিভি

তারিনের আহারে কি মায়ায়

জনপ্রিয় অভিনেত্রী তারিন। অভিনয়ের পাশাপাশি নাচেও রয়েছে তার বিশেষ খ্যাতি। ‘আহারে কি মায়ায়’ একক নৃত্য করেছেন। অনুষ্ঠানে তারিন আধুনিক, লোকগান, কনেটম্পরারি, ইজিপসিয়াম, ময়ূর নাচ নেচেছেন। শাহীদ শরীফের প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচার হবে ঈদের দ্বিতীয় দিন বিকেল ৫.২০ মিনিটে।

একক নাটক ও টেলিফিল্ম

ঈদের দিন: রাত ৮.৩০ মিনিটে প্রচার হবে নাটক ‘ফিরে যাবো না’। রচনা: জাকির হোসেন উজ্জল, পরিচালনা :  জাহিদ হাসান, অভিনয় করেছেন জাহিদ হাসান, অর্ষা, তোফা হাসান। টেলিফিল্ম ‘রক’, পরিচালনা: মাইদুল রাকিব, অভিনয়ে: মোশাররফ করিম, শখ। প্রচার হবে ঈদের দিন রাত ১১.৪৫ মিনিটে।

ঈদের দ্বিতীয় দিন: রাত ৮.৩০ মিনিটে প্রচার হবে নাটক ‘মেজাজ ফোরটি নাইন’। নাটকটি রচনা করেছেন হামেদ হাসান নোমান, পরিচালনায় রয়েছেন মিলন ভট্টাচার্য। অভিনয় করেছেন মোশররফ করিম, শখ। টেলিফিল্ম নির্জন উপকূলে। রচনা:  মোঃ তোবারক হোসেন ভূঁঞা, পরিচালনা : মাহমুদ দিদার ও মোঃ তোবারক হোসেন ভূঁঞা, অভিনয়ে: মম, নিলয় প্রমুখ। প্রচার হবে ঈদের ২য়দিন রাত ১১.৪৫ মিনিটে।

mejaj-forty-nineঈদের ৩য় দিন: নাটক মাহিনের পাদুকা, রচনা ও পরিচালনায় সাগর জাহান। অভিনয় করেছেন মোশাররফ করিম, তিশা। প্রচার হবে ঈদের ৩য় দিন রাত ৮.৩০ মিনিটে। টেলিফিল্ম মিস্টার পাষাণ ৫, পরিচালনা: হিমেল আশরাফ, অভিনয়ে: সালাহ্‌উদ্দিন লাভলু, সোনিয়া হোসেন। প্রচার হবে রাত ১১.৪৫ মিনিটে।

ঈদের ৪র্থ দিন: নাটক ‘তিনি আর অভিনয় করবেন না’, রচনা ও পরিচালনায়: আরবি প্রিতম। অভিনয় করেছেন: মোশাররফ করিম, সোনিয়া হোসেন। প্রচার হবে ৪র্থ দিন রাত ৮.৩০ মিনিটে। টেলিফিল্ম প্রাক্তন, রচনা ও পরিচালনায় তপু খান। অভিনয় করেছেন তিশা, আফজাল হোসেন। প্রচার হবে রাত ১১.৪৫ মিনিটে।

ঈদের ৫ম দিন: রাত ৮.৩০ মিনিটে প্রচার হবে নাটক ‘প্রেমের মরা’। রচনা: বৃন্দাবন দাস, পরিচালনা: তাইফুর জাহান আশিক। অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, শায়লা সাবি, ফজলুর রহমান বাবু, শাহনাজ খুশি, আ খ ম হাসান।

ঈদের ৬ষ্ঠ দিন: নাটক ‘জমজ ৬’, রচনা: অনিমেষ আইচ, পরিচালনা: আজাদ কালাম, অভিনয়ে: মোশাররফ করিম। প্রচার হবে রাত ৮.৩০ মিনিটে। আফটার ম্যারেজ, রচনা ও পরিচালনা: মাবরুর রশিদ বান্নাহ, অভিনয়ে: জন কবির, মিথিলা। প্রচার হবে রাত ১১.৪৫ মিনিটে।

unpredy-kotbelঈদের ৭ম দিন: রাত ৮.৩০ মিনিটে প্রচার হবে ‘তোমায় ভালোবেসে’। রচনা:  মোর্শেদ রাকিন, পরিচালনা : মোর্শেদ রাকিন, অভিনয়ে: তাহসান, শখ, নাফিজা ঝুমুর। প্রচার হবে রাত ৮.৩০ মিনিটে। টেলিফিল্ম আনপ্রেডিকটেবল, রচনা: মেহেদী হাসান জনি, পরিচালনা: মেহেদী হাসান জনি, অভিনয়ে: নোবেল, তিশা। প্রচার হবে ঈদের রাত ১১.৪৫ মিনিটে।

দুটি ধারাবাহিক নাটক

আরটিভিতে প্রচার হবে ৭ পর্বের ধারাবাহিক নাটক ‘বউ তুমি কার’। কাজী শাহীদুল ইসলামের রচনায় এটি পরিচালনা করেছেন সালাহ্‌উদ্দিন লাভলু। অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, মীর সাব্বীর, আ খ ম হাসান, শর্মিমালা, শ্যামল মাওলা, শামিমা তুষ্টি, হিমি, লাবণ্য লিজা প্রমুখ। প্রচার হবে ঈদের দিন থেকে ঈদের ৭ম দিন পর্যন্ত রাত ৭. ৫০ মিনিটে। অন্য ধারাবাহিকের নাম ‘মানি ইজ প্রোবলেম’। রচনা ও পরিচালনায় মাসুদ সেজান। অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, তিশা, ডা. এজাজ, শামীমা নাজনীন, মিশু সাব্বির, রিফাত চৌধুরী, মুনিয়া ইসলাম প্রমুখ। প্রচার হবে ঈদের দিন থেকে ঈদের ৭ম দিন পর্যন্ত রাত ৯.৪০ মিনিটে।

আড্ডা গানে ঈদ

adda-gaan-eidমেহের আফরোজ শাওন ও চঞ্চল চৌধুরী। দু’জনেরই অভিনয়ের বাইরে আরও একটি গুণ আছে। দু’জনেই গান করেন। তবে নিয়মিত না। এবার এ দু’জন গুণী মানুষ ‘আড্ডা গানে ঈদ’ নামে আরটিভির ঈদের বিশেষ অনুষ্ঠানে গান করেছেন। রুমানা মালিক মুনমুন এর উপস্থাপনা ও সোহেল রান বিদ্যুতের প্রযোজনায় ‘আড্ডা গানে ঈদ’ অনুষ্ঠানটি প্রচার হবে আরটিভিতে ঈদের তৃতীয় দিন বিকেলে ৫.২০ মিনিটে।