Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

আমি ভাই ভিলেন হতে চাই! -স্বাধীন খসরু

মোহাম্মদ তারেক

আনন্দ আলো: আপনি কী স্বাধীন?

স্বাধীন খসরু: মনে তো হচ্ছে আমি স্বাধীন।

আনন্দ আলো: স্বাধীন খসরু নামের অর্থ কী? এই নাম নিয়ে কী আপনি সন্তুষ্ট?

স্বাধীন খসরু: স্বাধীনচেতা মানুষ আমি। স্বাধীন খসরু। হ্যাঁ ভাই এই নাম নিয়া খুবই সন্তুষ্ট।

আনন্দ আলো: এতো কাজ থাকতে অভিনয়ে এলেন কেন?

স্বাধীন খসরু: ছোটবেলা থেকে অভিনয়ের প্রতি এক ধরনের পাগলামী ছিল। তাই সবকাজ বাদ দিয়া অভিনয় করছি।

আনন্দ আলো: জীবনের মোড় ঘুরিয়ে দেয় যে কাজ অর্থাৎ নাটকটি…

স্বাধীন খসরু: চ্যানেল আইতে প্রচারিত হুমায়ূন স্যারের মুক্তিযুদ্ধের টেলিফিল্ম ‘পাপ’ এ পাক সেনার চরিত্রটি আমার অভিনয় জীবনের মোড় ঘুরিয়ে দেয়।

আনন্দ আলো: একদিন সকালে ঘুম থেকে জেগেই দেখলেন নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ আপনার বাসার ড্রয়িংরুমে দাঁড়িয়ে আছেন। এই সময় কী করবেন?

স্বাধীন খসরু: কী বলেন ভাই। তাইলে তো একটা ফাটাফাটি ঘটনা ঘটে যাবে। প্রথমে উনাকে দেখে খুব অবাক হবো। তারপর বলব আসসালামালাইকুম হুমায়ূন ভাই। আছেন কেমন? কিন্তু বাসৱবে এইটা ঘটবেনারে ভাই। কাজেই এইব্যাপারে কিছু বলাও ঠিক না।

আনন্দ আলো: দেশের টিভি দেখেন?

স্বাধীন খসরু: দেখব না কেন? আমাদের এতগুলা টিভি চ্যানেল। অবশ্যই দেশের টিভি চ্যানেলে দেখি। ভালো কিছু কি হচ্ছে তা দেখার জন্য দেখি। ভালো কিছু হলে ভালো লাগে।

আনন্দ আলো: অভিনয় ছাড়া আর যা ভালো করতে পারেন?

স্বাধীন খসরু: মানুষের উপকার করতে চেষ্টা করি।

আনন্দ আলো: সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। সকালে উঠিয়া আপনি কী বলেন?

Shadin-Kasro-1স্বাধীন খসরু: সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো থাকতে পারি।

আনন্দ আলো: ধরা যাক কোনো গ্রামে আপনি শুটিং করতে গেলেন। ক্যামেরা, লাইট, অ্যাকশন বলার সাথে সাথে আপনার সামনে একটি বাঘ হাজির হয়ে গেল। তখন আপনি কী করবেন?

স্বাধীন খসরু: শানৱ থাকার চেষ্টা করে বলব- বাঘ মামা আসসালামাইকুম। এই প্রথম আপনাকে সামনা সামনি দেখলাম।

আনন্দ আলো: বেশির ভাগ নাটকে আপনাকে কমেডি চরিত্রে দেখা যায় কেন?

স্বাধীন খসরু: শুধু কমেডিয়ান কেন, সিরিয়াস চরিত্রেও অভিনয় করেছি।

আনন্দ আলো: কৌতুক আর যৌতুকের মধ্যে পার্থক্য কী?

স্বাধীন খসরু: কৌতুক হাসায় আর যৌতুক কাঁদায়।

আনন্দ আলো: আপনার অভিনয় দেখে অনেকে বিনোদন পান। আপনার বিনোদন কীসে?

স্বাধীন খসরু: আমার বিনোদন তাদেরকে দেখে যারা আমার অভিনয় দেখে আনন্দ পান।

আনন্দ আলো: আবার যদি তরুণ বয়স  ফিরে পান তখন কী করবেন?

স্বাধীন খসরু: আবার অভিনেতা হওয়ার চেষ্টা করব।

আনন্দ আলো: নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের বৃক্ষমানব নাটকে অভিনয় করেন। বাসৱবে বৃক্ষমানব হয়ে গেলেন তখন কী করবেন?

স্বাধীন খসরু: বৃক্ষমানব হলে খারাপ হবে না। ভালোই লাগবে।

আনন্দ আলো: গোপন কোন কথাটি স্ত্রীর কাছে বলেন না?

স্বাধীন খসরু: না ভাই, স্ত্রীর কাছে কোনো কথা গোপন রাখিনা। সব কিছু বলে দেই।

আনন্দ আলো: যে প্রশ্ন শুনতে শুনতে আপনি ক্লানৱ?

স্বাধীন খসরু: ভাই, তারা তিনজন কী আর হবে না?

আনন্দ আলো: মিডিয়ায় যে ব্যাপারটা ভালো লাগেনা

স্বাধীন খসরু: এখানে মানুষ মানুষকেই খুব বেশি ঠকায়। এ ব্যাপারটা ভালো লাগে না।

আনন্দ আলো: আপনার পাঁচটি ভালো গুণের কথা বলুন?

স্বাধীন খসরু: আমার পাঁচটি ভালো গুণ হচ্ছে- আমি মিথ্যা কথা না বলার চেষ্টা করি। অল্পতে মানুষকে বিশ্বাস করি। মানুষের ক্ষতি করি না। কুটনামী করি না। সহজেই সবার সঙ্গে মিশতে পারি। আমার ধারণা ভালো অীভনয়ও করতে পারি।

আনন্দ আলো: আপনার পাঁচটি খারাপ গুণের কথা বলুন?

স্বাধীন খসরু: আমার পাঁচটি মন্দ গুণ হচ্ছে- রাগের মাথায় ভুল সিদ্ধানৱ নেই। মানুষকে সহজে বিশ্বাস করা। অপ্রিয় সত্য কথা মুখের ওপর বলে ফেলি। কেউ যদি কষ্ট দেয়, সেটা সহ্য করতে পারি না। আমি একটু অলস প্রকৃতির।

আনন্দ আলো: ঢাকা শহর আছে, খোলা শহর নেই কেন?

স্বাধীন খসরু: খোলা শহরে সব কিছু চুরি হয়ে যেত বলে শহরটা নেই।

আনন্দ আলো: সিনেমায় নায়ক চরিত্রে প্রসৱাব পেলে কী করবেন?

স্বাধীন খসরু: ডিরেক্টর ভাই, আমি নায়ক হতে চাই না, ভিলেন হতে চাই।