Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

এটা করা যাবে না উত্তম কুমার মাইন্ড করবেন! -শামীম জামান

মোহাম্মদ তারেক:

আনন্দ আলো: শামীম জামান নামের অর্থ কি? এই নাম নিয়ে কী আপনি সন্তুষ্ট?

শামীম জামান: আমার সার্টিফিকেট নাম সায়ফুজ্জামান। এই নামের অর্থ হলো আল্লাহর তরবারী । নাম নিয়ে আমি খুবই সন্তুষ্ট।

আনন্দ আলো: এত কাজ থাকতে অভিনয়ে এলেন কেন?

শামীম জামান: রক্তে কি যেন একটা ভাইরাস আছে যেটা আমাকে অভিনয়ে নিয়ে এসেছে ।

আনন্দ আলো: আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেয় যে কাজ?

শামীম জামান: আমার অভিনয় জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে মূলত অনেক গুলো কাজ। তার মধ্যে রয়েছে- আলতা সুন্দরী, দয়াগঞ্জ, ভবের হাট, হারকিপটে, গরুচোর ধারাবাহিক নাটিক গুলো।

আনন্দ আলো: দেশের টিভি চ্যানেল দেখেন?

শামীম জামান: মাঝে মাঝে দেখা হয়।

আনন্দ আলো: এ জীবনে কি পাননি বলে মনে হয়?

শামীম জামান: সব কিছু কি আর পাওয়া যায়? যা পাইনি তা চাইনি…

আনন্দ আলো: মিডিয়ায় যে ব্যাপারটা ভাল লাগে না?

শামীম জামান: বেশির ভাগ ক্ষেত্রেই অনেকে কমিন্টমেন্ট ঠিক রাখেন।

আনন্দ আলো: দেখা হয়নি চক্ষু মেলিয়া- কী এমন দেখা হয়নি?

শামীম জামান: অষ্কারের লাল লাগিচা দেখা হয় নাই।

আনন্দ আলো: প্রেম করতে মন লাগে আর বিয়ে করতে কি লাগে?

শামীম জামান: বিয়ে করতে সাহস লাগে।

আনন্দ আলো: আপনার জীবনে শ্রেষ্ঠ মানুষ কে?

শামীম জামান: আমার বাবা ও মা।

আনন্দ আলো: আবার যদি কিশোর বয়স ফিরে পান তখন কি করবেন?

শামীম জামান: সারা দিন ঘুরতাম, ফিরতাম কোন টেনশন থাকতো না।

আনন্দ আলো: বেশির ভাগ নাটকে আপনাকে কমেডি চরিত্রে দেখা যায় কেন?

শামীম জামান:বাংলাদেশের বেশির ভাগ দর্শক সব সময় নানান ব্যস্থতার মধ্যে থাকে , তাই কমেডি নাটক দিয়ে তাদেরকে একটু মজা দিতে পারলে খারাপ কি ?

আনন্দ আলো: আপনার অভিনয় দেখে অনেকে বিনোদন পান। আপনার নিজের বিনোদন কিসে?

শামীম জামান:আমার বিনোদন আমার পরিবার ও ছেলে। তাদের সাথে সময় কাটানোই আমার বিনোদন।

আনন্দ আলো: ধরা যাক কোনোগ্রামে আপনি শুটিং করতে গেলেন। ক্যামেরা লাইট, অ্যাকশন বলার সাথে সাথে আপনার কণ্ঠ দিয়ে মেয়েলি আওয়াজ বের হতে থাকলো তখন কি করবেন?

শামীম জামান: সেটা না হওয়াই ভাল। হলে অবশ্য একটা হৈ চৈ বেধে যাবে।

আনন্দ আলো: সালাউদ্দিন লাভলুর আলতা সুন্দরী ধারাবাহিক নাটকে আলতা সুন্দরী নামে একজন মেয়ের চরিত্রে আপনি অভিনয় করেন। বাসত্মবে যদি আলতা সুন্দরীর আগমন ঘটে তখন কি করবেন?

শামীম জামান: বাংলাদেশে অনেক জায়গায় আলতা সুন্দরী আছে । সেই আলতা সুন্দরীদের দেখে এই চরিত্রে অভিনয় করেছিলাম।

আনন্দ আলো: ঘুম থেকে জেগে উঠে দেখলেন বিছানায় এক কোটি টাকা পড়ে আছে এই টাকা দিয়ে কি করবেন?

শামীম জামান: এমন একটা সিনেমা বানাব তা যেন অষ্কারে যায় ।

আনন্দ আলো: নাটকের সাথে ফাটক শব্দের কোন মিল আছে?

Shamim-Zaman-1শামীম জামান: না কোন মিল নেই , নাটকের সাথে যারা ফাটক বলে তারা শিল্পই বুঝেনা ।

আনন্দ আলো: ‘এই পথ যদি না শেষ হয়’ এই গানে সুচিত্রার সাথে আপনি , কল্পনা করতে কেমন লাগে?

শামীম জামান: কল্পনাই করা ঠিক হবে না। কারন উত্তম কুমার খুবই মাইন্ড করবেন।

আনন্দ আলো: আপনার পাঁচটা ভালো গুণের কথা বলুন?

শামীম জামান: আমার পাঁচটি ভালো গুণ হচ্ছে। যেমন- আমার মায়া বেশি। পরিবারকে সময় দেই। সরল জীবন যাপন করি। সহজে কষ্ট পাই না। বিবেকের সাথে লড়াই করি।

আনন্দ আলো: পাঁচটি মন্দগুণের কথা বলুন?

শামীম জামান: পাঁচটি মন্দ গুণ হচ্ছে। যেমন- চট করে রেগে যাওয়া, হঠাৎ ভুলে যাওয়া, মানুষকে সহজেই বিশ্বাস করা, বউকে মাঝে মাঝে কনভিন্স করতে না পারা, কেনাকাটার ক্ষেত্রে দরদাম করতে না পারা।

আনন্দ আলো: অভিনয় ছাড়া আর যা ভালো করতে পারেন?

শামীম জামান: গান গাইতে পারি আর তবলা ভালো বাজাতে পারি।

আনন্দ আলো: গোপন কোন কথাটি স্ত্রীর কাছে বলেন না।

শামীম জামান: কোনো কথাই স্ত্রীর কাছে গোপন করিনা।

আনন্দ আলো: যদি মেয়ে হয়ে জন্ম নিতেন?

শামীম জামান: ছেলে হয়েই ভালো আছি।