Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

কমিক্‌স গ্রন্থে ছোটকাকু

প্রত্যয়দীপ্ত কণ্ঠে কথাগুলো বলছিলেন শিপলু রহমান খান- ‘বিশ্ব সাহিত্যে অনেক সুপারহিরো আছে। যেমন- সুপারম্যান, ব্যাটম্যান… তেমনি আমাদেরও একজন হিরো আছে। তিনি হলেন ছোটকাকু। ফরিদুর রেজা সাগর ও আফজাল হোসেনের যৌথ প্রচেষ্টায় ‘ছোটকাকু’ এখন শুধু বাংলাদেশে নয় গোটা বিশ্বে বাংলা ভাষাভাষি মানুষের কাছে অতি পরিচিত নাম। প্রিয় চরিত্র। শিশুদের তো বটেই। বড়দেরও অনেক প্রিয় আমাদের ছোটকাকু। সেজন্যই আমরা ছোটকাকুকে নিয়ে কমিক্‌স গ্রন্থ প্রকাশ করেছি।’

হ্যাঁ, প্রিয় পাঠক। ছোটকাকু কমিক্‌স গ্রন্থটি এবার একুশে বইমেলায় ব্যাপক আলোচিত হয়েছে। ফরিদুর রেজা সাগরের জনপ্রিয় সিরিজ ছোটকাকুর কক্সবাজারে কাকাতুয়া অবলম্বনে কমিক্‌স এর প্রথম সিরিজটি সাজানো হয়েছে। ছবি এঁকেছেন মেহেদী। আর গ্রন্থটির সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন শিপলু রহমান খান। মূলত তার অক্লানত্ম পরিশ্রমের ফসল ছোটকাকু কমিক্‌স।

গ্রন্থটির বহুল প্রশংসা করলেন টিভি পর্দার ছোটকাকু আফজাল হোসেন, ছোটকাকু সিরিজ গ্রন্থের স্রষ্টা ফরিদুর রেজা সাগর, মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীসহ অনেকে।

আফজাল হোসেন বলেন, ছোটকাকু কমিক্‌স গ্রন্থ প্রকাশের মাধ্যমে আমরা আমাদের বইয়ের জগতে একধাপ এগিয়ে গেলাম। গ্রন্থটির আঁকা, ছাপা, অঙ্গসজ্জা বেশ ভালো। বিশ্বব্যাপী কমিক্‌স গ্রন্থের ব্যাপক চাহিদা রয়েছে। সেই বাসত্মবতায় ছোটকাকু কমিক্‌স ছোটকাকুর আদর্শকে আরো এগিয়ে নিবে বলে আমার দৃঢ় বিশ্বাস।

ছোটকাকুর স্রষ্টা ফরিদুর রেজা সাগর বলেন, ছোটকাকু কমিক্‌স প্রকাশ হলো। তার মানে ছোটকাকু এগিয়ে যাচ্ছে। এজন্য শিপলু রহমান খানকে ধন্যবাদ জানাই। মতিউর রহমান চৌধুরী বলেন, ছোটকাকু কমিক্‌স গ্রন্থটি দেখে আমি যারপরনাই অভিভূত। বাংলা ভাষায় এতো উন্নতমানের কমিক্‌স গ্রন্থ এর আগে দেখিনি। গ্রন্থটির বহুল প্রচার কামনা করি।

উল্লেখ্য, ছোটকাকু কমিক্‌স ঢাকাসহ সারা বাংলাদেশে অভিজাত বইয়ের দোকানে পাওয়া যাচ্ছে। মূল্য রাখা হয়েছে ১০০ টাকা।

এবার সিনেমায় ছোটকাকু

আনন্দ সংবাদ। ফরিদুর রেজা সাগরের ছোটকাকু সিরিজ অবলম্বনে এবার পূর্ণদৈর্ঘ্য সিনেমা নির্মাণ করা হবে। সিনেমাটি বানাবেন ছোটকাকু খ্যাত জনপ্রিয় অভিনেতা, নির্মাতা আফজাল হোসেন। ছবি নির্মাণের প্রস্তুতি শুরু হয়েছে।

ছোটকাকু চকলেট

দেশের সাহিত্য ক্ষেত্রে সবচেয়ে জনপ্রিয় শিশুতোষ সিরিজ গ্রন্থ ছোটকাকুর নামে বাজারে চকলেট বেরিয়েছে। প্রাণ গ্রুপ এই চকলেট বাজারে এনেছে। দেশের সর্বত্র পাড়া মহল্লা ও অভিজাত দোকানেও এই চকলেট পাওয়া যায়। ইতিমধ্যে ছোটকাকু চকলেট শিশুদের প্রিয় হয়ে উঠেছে।