Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

মূলমঞ্চ: অমর একুশে বক্তৃতা

গতকাল বিকেল ৪টায় মেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় অমর একুশে বক্তৃতা ২০১৬। স্বাগত ভাষণ প্রদান করেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান। আবাসন: বিশ্বে ও বাংলাদেশে শীর্ষক একুশে বক্তৃতা প্রদান করেন সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন। সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সভাপতি ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। স্বাগত ভাষণে শামসুজ্জামান খান বলেন, ভাষার সংগ্রামের মধ্য দিয়ে ভাষাভিত্তিক জাতিরাষ্ট্র গঠনের ইতিহাস রচনা করে বাংলাদেশের বাঙালিরা সারা বিশ্বে অসামান্য উদাহরণ সৃষ্টি করেছে। এখন প্রয়োজন সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন নিশ্চিতকরণ এবং একই সঙ্গে বিশ্বের সকল ভাষাগোষ্ঠীর অধিকারের নিশ্চয়তা। প্রাবন্ধিক বলেন, বিশ্ব ইতিহাসে বিশেষত ইউরোপে আজ আবাসনের ভাঙাগড়ার বিরাট এক অধ্যায়ের সূচনা হয়েছে। ২০১৫ সালে প্রায় দশ লক্ষ লোক মধ্যপ্রাচ্যের ইরাক ও সিরিয়ায় মুখ্যত যুক্তরাষ্ট্র-ইউরোপের আগ্রাসন ও নব্য ঔপনিবেশিক চক্রান্ত গৃহহীন হয়ে, বাঁচার আশায় তুরস্ক উপকূল থেকে ঈজিয়ান সাগর পাড়ি দিয়ে গ্রিস হয়ে ইউরোপের নানা দেশে ঢুকছে। পঞ্চাশ কোটি লোক অধ্যুষিত ইউরোপ এই বিশাল সংখ্যক লোকের ধাক্কা সামলাতে তার অর্থনীতি-রাজনীতির প্রায় সবক্ষেত্রে টালমাটাল অবস্থায় পৌঁছেছে। সভাপতির বক্তব্যে অধ্যাপক আনিসুজ্জামান বলেন, আজকের একুশে বক্তৃতার এই সময়ে ১৯৫২ সালের একুশে ফেব্র“য়ারিতে ভাষা-আন্দোলনে আহত সংগ্রামীরা চিকিৎসা নিচ্ছিলেন হাসপাতালে, ভাষাশহিদদের কারো কারো লাশ ছিল মর্গে, মেডিকেল কলেজে ভাষা আন্দোলনের পক্ষে ছাত্রদের বক্তৃতা চলছিল, প্রাদেশিক ব্যবস্থাপক পরিষদেও ছড়িয়ে পড়েছিল আন্দোলনের উত্তাপ।