Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

ভালো বই থাকলে বিক্রি না হওয়ার কারণ নেই

মোহাম্মদ মিজানুর রহমান, স্বত্বাধিকারী, শোভা প্রকাশ

ভালো মানের বইয়ের প্রকাশনা প্রতিষ্ঠান শোভা প্রকাশ। এ প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোহাম্মদ মিজানুর রহমান। তিনি বলেন, এবারের বইমেলা আক্ষরিক অর্থেই গোছানো ও পরিপাটি। যেদিকেই তাকাই সেদিকেই নানান রঙের স্টল আর থরে থরে সাজানো বই। দেখতে অপরুপ লাগে। মেলার নিরাপত্তা ব্যবস্থা ভালো। যে কারনে পাঠক নিরাপদে মেলায় আসতে পারছে। গত বছর মানুষের মধ্যে যে ভীতিকর অবস্থা ছিল, রাজনৈতিক যে অস্থিরতা বিরাজ করছিল এবার সেই পরিস্থিতি নেই। সঙ্গত কারণে মেলা প্রথম সপ্তাহেই জমে উঠেছে। মেলার সতের দিন পার হয়ে আঠার দিন আজ। এই সময়ে সুন্দুর সুশৃঙ্খল ভাবে মেলা অতিবাহিত হয়েছে। সামনে যে ১১টি দিন রয়েছে আশা করি এই দিন গুলোতেও মেলা সুন্দর ভাবে চলবে।  আমাদের শোভা প্রকাশ থেকে মেলায় ১০০টি বই এসেছে এর মধ্যে আছে গল্প, উপন্যাস, কবিতা, শিশুতোষ, বিষয়ভিত্তিক নানান ধরনের বই। বইয়ের বিক্রি খুবই ভালো। অনেকেই বলে বইয়ের বিক্রি ভালো নয়। যারা বলে তাদের কাছে ভালো বই নেই। ভালো বই থাকলে বিক্রি না হওয়ার কারণ নেই।

সম্পর্কিত

এ কেমন মুখের ভাষা

মেলা থেকে বলছি…

যাঁরা একুশে পদক পেলেন