Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

মূলমঞ্চ: শওকত ওসমান জন্মশতবার্ষিকী

গতকাল বিকেল ৪টায় মেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় শওকত ওসমান জন্মশতবর্ষিকী শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক শান্তনু কায়সার। আলোচনায় অংশগ্রহণ করেন কথাশিল্পী মঈনুল আহসান সাবের, কথাশিল্পী জাকির তালুকদার, লেখক নুরুল করিম নাসিম এবং জয়দুল হোসেন। সভাপতিত্ব করেন বিশিষ্ট কথাশিল্পী সেলিনা হোসেন। প্রাবন্ধিক বলেন, শওকত ওসমানের জন্মশতবর্ষের সূচনা হলো এবছর, পূর্ণ হবে ২০১৭ সালে। জন্মশতবর্ষের সূচনা-স্মরণে আমরা ফিরে তাকাতে চাই এ অসামান্য কথাশিল্পীর জীবন ও কৃতির দিকে। ক্রীতদাসের হাসি, জননী-এর মতো উপন্যাস, অসাধারণ সব গল্প, নাটক এবং প্রবন্ধ নিবন্ধে তিনি এ অঞ্চলের মানুষের জীবন ও সংগ্রাম ফুটিয়ে তুলেছেন নিপুণ ও দরদি শিল্পীর দক্ষতায়। আলোচকবৃন্দ বলেন, শওকত ওসমানকে পাঠের মধ্য দিয়ে বস্তুত তাঁর সময়কেই পাঠ করা হয়। কারণ তাঁর সাহিত্যকর্মে দেশভাগ, সাম্প্রদায়িক দাঙ্গা, উদ্বাস্তু সমস্যা, দারিদ্র্য, শোষণ ইত্যাদির রেখাচিত্র ফুটে উঠেছে।