Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

অবসর: এক আধুনিক প্রকাশনা

বইমেলার সোহারাওয়ার্দী অংশের বড় গেটের সামনে খুবই সুন্দর একটি প্যাভিলিয়ন অবসর প্রকাশনী সংস্থার। প্যাভিলিয়নের দেয়ালে খ্যাতিমান লেখকদের কয়েকজনের স্বাক্ষর রয়েছে। আছে খ্যাতিমান লেখকদের নাম। চারপাশ খোলা এই প্যাভিলিয়নের যে কোনো পাশে দাঁড়িয়ে পছন্দের বইটি কিনতে পারবেন। অবসর প্রকাশনা সংস্থার স্বত্বাধিকারী বিশিষ্ট প্রকাশক ও লেখক আলমগীর হোসেন। এবারের বইমেলায় অবসর থেকে প্রকাশিত হয়েছে অনেকগুলো নতুন বই। তার মধ্যে আছে উপন্যাস, প্রবন্ধ, সংকলন, দর্শন, অনুবাদ, রম্য, বিজ্ঞান, জীবনী, ইতিহাস, নদীবিষয়ক, গবেষণা, ভ্রমনকাহিনী, কিশোর অ্যাডভেঞ্জার, গল্প, স্মৃতিকথা, কবিতা, রান্না, শিশুতোষ সমগ্র, সমাজ ও রাষ্ট্র বিজ্ঞান, আইন আদালত।