Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

প্রসঙ্গঃ শুদ্ধ উচ্চারণে বাংলা বলুন

বইমেলা তখনই সার্থক হয়ে ওঠে যখন বইয়ের মেলায় বই-ই গুরুত্বপুর্ণ হয়।  আমাদের প্রিয় প্রধানমন্ত্রী স্বয়ং একজন লেখক। তিনি বইকে ভালোবাসেন বলেই বইমেলার জন্য সারাবছর অধীর অপেক্ষায় থাকেন। এটা বড়ই খুশির খবর।  গতকাল বইমেলার দ্বিতীয় দিনে ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্টল উদ্বোধন করতে এসেছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি হৃদয় ছোঁয়া বক্তব্য দিয়েছেন। তিনি সবাইকে অনুরোধ করে বলেছেন আমরা যেনো প্রিয় মাতৃভাষাকে বিকৃতভাবে উচ্চারণ না করি। মাতৃভাষার শুদ্ধ উচ্চারণ কামনা করেছেন তিনি।  ভাষার মাসে আমাদেরও দাবী-বিকৃত উচ্চারণে বাংলা বলবেন না। কিছু এফএম রেডিও ও টিভি চ্যানেলে এই প্রবণতা লক্ষনীয়। তাদের প্রতি অনুরোধ শুদ্ধ উচ্চারণে বাংলাকে তুলে ধুরুন।  শেষে অনুরোধ বই মেলায় এসেছেন একটি হলেও বই কিনুন। প্রিয়জনকে ভালো বই উপহার দিন।