সর্বস্বত্ব সংরক্ষিত © 2001-2021 - আনন্দ আলো
একটি দিনের শুরুটা যদি ভালো হয় তাহলো পুরোটা দিন ভালো যাবে এটা নিশ্চিত। এবারের বই মেলার প্রথম দিন এসেই কেন জানি সেটাই মনে হলো। মেলার কিছু অংশ ঘুরে আমার অসাধারণ অনুভ‚তি হয়েছে। ঝলমলে বইয়ের স্টল গুলোতে বসে বইয়েরা যিক ঝিক করে হাসছে। গতকাল বইমেলা প্রতিদিনকে কথা গুলো বলেন বিশিষ্ট কবি আসাদ চৌধুরী। তিনি মিডিয়া কর্মীদের সঙ্গে আড্ডা দিতে দিতে বলেন, এতো দিন যেন মুখ বন্ধ ছিল, বই নিয়ে প্রাণ খুলে কোনো কথা বলতে পারতাম না। একুশের বইমেলায় এসে এতোদিনের জমানো কথাগুলো বলার সুযোগ এসেছে। তাই সারাদিন মেলার এপার ওপার হেটে হেটে বকবক করি। এতে যেন মহাআনন্দ হয় নিজের মধ্যে। এবার আনন্দ বেড়ে আরো দ্বিগুণ হবে কারণ আমার ছেলের বউ সঙ্গে আছে। সে বিদেশে গবেষনা শেষে দেশে ফিরে নিয়মিত বইমেলায় আমার সঙ্গে আসবে বলে সিদ্ধান্ত নিয়েছে।