Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

৯ম বর্ষের শুভেচ্ছা 

এবার একুশে বইমেলা দেখে মনে হচ্ছে আয়োজনের ক্ষেত্রে আমরা অনেক দূর এগিয়েছি। বইমেলার ইতিহাসে এবারই প্রথম সর্বাধিক সংখ্যক স্টল বরাদ্দ দেয়া হয়েছে। একাডেমির মূল অংশ এবং সামনের সোহরাওয়ার্দী উদ্যাণ অংশের বিরাট এলাকাজুড়ে এবার একুশে বইমেলার মাসব্যাপি আয়োজন সম্পন্ন করা হয়েছে। আয়োজন এবং আয়তনের দিক থেকে এবারের একুশে বইমেলা সত্যিকার অর্থেই এগিয়েছে।  দেশের সৃজনশীল প্রকাশনার বিকাশের ক্ষেত্রে বইমেলার গুরুত্ব অনেক। একুশে বইমেলাকে ঘিরে মূলতঃ আমাদের সাহিত্যের গতি-প্রকৃতি নির্ধারণ হয়। সে কারণে এই মেলাকে ঘিরেই প্রতি বছর শত-শত নতুন বই প্রকাশ হয়। অবশ্য প্রকাশিত সব বইই প্রকৃতপক্ষে ভালো বই হয়ে উঠে কিনা এ ব্যাপারে সন্দেহ আছে। তবে এই বিষয়টাকে আমরা মোটেই গুরুত্ব দিতে চাই না। আমরা চাই শতফুল ফুটুক। যে ফুল সুগন্ধ ছড়াবে তাকেই মানুষ ভালোবাসবে। বইয়ের ক্ষেত্রেও তাই ঘটবে।  আনন্দ আলো বইমেলা প্রতিদিন এবার ৯ম বছরে পা দিল। এটা সম্ভব হয়েছে অগণিত পাঠক, শুভাকাঙ্খী, কবি, লেখক ও প্রকাশক বন্ধুদের অকৃত্রিম সহযোগিতার কারনে। পাশাপাশি বাংলা একাডেমি কতৃপক্ষের প্রতিও আমাদের অশেষ কৃতজ্ঞতা।  প্রতি বছরের মতো আনন্দ আলো বইমেলা প্রতিদিন একুশে বইমেলার প্রকৃত আয়না হয়ে উঠুক। এই আয়নায় আমরা যেনো আমাদের প্রিয় মাতৃভ‚মি বাংলাদেশকেই প্রতিদিন দেখতে পাই এই প্রত্যাশা রইল।