Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

সাকিবের কাছে মাশরাফীর দুঃখ প্রকাশ

বিশ্বকাপে দুর্দান্ত খেলেছেন সাকিব আল হাসান। একের পর এক রেকর্ড গড়েছেন। ব্যাট হাতে ৬০৬ রান ও বল হাতে ১১ উইকেট নিয়েছেন বাংলাদেশি অলরাউন্ডার। বিশ্বকাপের ইতিহাসে এমন অলরাউন্ড পারফরম্যান্স বিরল। কিন্তু এরপরও লিগ পর্বেই থামতে হচ্ছে সাকিবকে। অথচ যে দুর্দান্ত পারফরম্যান্স তার, বিশ্বকাপের ট্রফিটা তো তার হাতেই মানায়!অনন্য পারফরম্যান্সে সাকিব আল হাসান বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের দৌড়ে ছিলেন দুর্দান্ত ভাবে। শুক্রবার পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে যখন বিশ্বকাপ মিশন শেষ হলো বাংলাদেশের, সর্বোচ্চ রান সংগ্রাহকের দৌড়ে তখন সাকিব শীর্ষে। একজন ‘চ্যাম্পিয়ন’ সাকিব তো অন্তত সেমিফাইনাল বা ফাইনাল খেলার অধিকার রাখেনই। কিন্তু দল হিসেবে পারফর্ম করতে পারেনি বাংলাদেশ। ফলাফল যা হওয়ার তাই হলো। তবে দল হিসেবে পারফর্ম করতে না পারায় সাকিবের কাছে দলের হয়ে দুঃখ প্রকাশ করলেন অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মাশরাফী বলেন, ‘‘পুরো টিমের হয়ে আমি তার (সাকিব) কাছে দুঃখিত। আমরা পুরো টুর্নামেন্ট জুড়ে ওকে সাপোর্ট দিতে পারিনি। যেটা দিতে পারলে দল ভিন্ন অবস্থায় থাকত।’’

‘‘সে অবিশ্বাস্য খেলেছে। তিন নম্বরে ব্যাট করেছে। প্রত্যেক ম্যাচেই দলের জন্য রান করেছে। বোলিং ভালো করেছে। ফিল্ডিংয়েও ছিল দুর্দান্ত।’’ এদিন পাকিস্তানের কাছে ৯৪ রানে হেরেছে বাংলাদেশ। অথচ ৩১৬ রানের লক্ষ্যটা অসম্ভব ছিল না। সাকিবের ৬৪ রান ছাড়া কেউ সেভাবে ইনিংস বড় করতে পারলেন না। জুটিও হলো। ভারতের বিপক্ষে ম্যাচের মতোই হারতে হলো বাংলাদেশকে।মাশরাফী এই হার নিয়ে বলেন, ‘‘শেষ দুই ম্যাচেই (ভারতের বিপক্ষে ম্যাচসহ) সাকিব দুর্দান্ত ব্যাট করেছে। কিন্তু আমরা জুটি গড়তে পারিনি। ৫০-৫০ সুযোগ ছিল ম্যাচে। আমি মনে করি আমরা এটা তাড়া করতে পারতাম। কিন্তু জুটির অভাবে তা হয়নি।’’