Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

যাহা নাটক নয় তাহাই ফাটক!

আনন্দ আলো: দেবাশীষ বিশ্বাস নামের অর্থ কী?

দেবাশীষ বিশ্বাস: দেবাশীষ বিশ্বাস নামের অর্থ দেবতার আশীর্বাদ।

আনন্দ আলো: দেবাশীষ আর কত বিশ্বাস করবে?

দেবাশীষ বিশ্বাস: দেবাশীষ মানুষকে বিশ্বাস করেই এগিয়েছে। আর দেবাশীষকেও মানুষ বিশ্বাস করে। তাই বিশ্বাসে মিলায় বস্তু থাকে বহুদূর।

আনন্দ আলো: এত কাজ থাকতে চলচ্চিত্র নির্মাণে এলেন কেন?

দেবাশীষ বিশ্বাস: রক্ত কথা বলে তাই।

আনন্দ আলো: জীবনের মোড় ঘুরিয়ে দেয় যে কাজটি?

দেবাশীষ বিশ্বাস: ‘পথের পাঁচালী’ অনুষ্ঠানটি আমার জীবনের মোড় ঘুড়িয়ে দেয়।

আনন্দ আলো: একদিন সকালে ঘুম থেকে জেগে দেখলেন আপনার বিছানায় এক কোটি টাকা পড়ে আছে। সে টাকা দিয়ে কী করবেন?

দেবাশীষ বিশ্বাস: এক কোটি টাকা দিয়ে শাকিব খানকে নিয়ে একটা ছবি বানাবো।

আনন্দ আলো: কোনো গ্রামে আপনি সিনেমার শুটিং করতে গেলেন। ক্যামেরা, লাইট, অ্যাকশন বলার সঙ্গে সঙ্গে আপনার সামনে একটা রয়েল বেঙ্গল টাইগার এসে পড়ল। তখন কী করবেন?

দেবাশীষ বিশ্বাস: বাঘ মামাকে বলব, শর্টটা ভালো হয় নাই আরেকবার দিতে হবে।

আনন্দ আলো: দেশের সিনেমা দেখেন?

দেবাশীষ বিশ্বাস: আমাগো দেশের সিনেমা দেখুম না মানে। এইডা কি কন। দেশের সিনেমা দেখি নিয়মিত।

আনন্দ আলো: আপনার পরিচালিত যে সিনেমাটি মানুষের মুখে মুখে…

দেবাশীষ বিশ্বাস: শ্বশুর বাড়ি জিন্দাবাদ।

আনন্দ আলো: তোমার জন্য আমি জীবন দিতে পারি, কিন্তু…

দেবাশীষ বিশ্বাসী: তোমার জন্য আমি জীবন দিতে পারি কিন্তু তোমাকেও আমার জন্য জীবন দিতে হবে।

আনন্দ আলো: যে প্রশ্ন শুনতে শুনতে ক্লান্ত…

দেবাশীষ বিশ্বাস: দাদা পথের পাঁচালী আবার করেন না কেন?

আনন্দ আলো: বিয়েকে কেউ কেউ আদর করে বলেন, দিল্লীকা লাড্ডু… যে খায় সেও পস্তায়, যে খায় না সেও পস্তায়। মন্তব্য কী?

দেবাশীষ বিশ্বাস: খাইলে বেশি পস্তায়, না খাইলে এত বেশি পস্তাবে না।

আনন্দ আলো: শোবিজে নাটকের সঙ্গে ফাটক বলে একটা কথা চালু আছে। এই ফাটক মানে আসলে কী?

দেবাশীষ বিশ্বাস: যাহা নাটক হয় না তাহাই ফাটক!

আনন্দ আলো: নিজের সম্পর্কে দুইটা গোপন কথা…

দেবাশীষ বিশ্বাস: আমি খুব সুন্দর ছবি আঁকতে পারি। ভালো গান গাইতে পারি।

আনন্দ আলো: গোপন কোন কথাটি স্ত্রীকে বলেন না?

দেবাশীষ বিশ্বাস: আমার কোনো কথা স্ত্রীকে গোপন রাখি না। তাকে সব বলে দেই।

আনন্দ আলো: যে ধরনের পোশাক পরতে ভালো লাগে?

দেবাশীষ বিশ্বাস: ক্যাজুয়েল পোশাক পরতে ভালো লাগে। এছাড়া জিন্স আর টি শার্ট পছন্দের পোশাক।

আনন্দ আলো: রেগে গেলে যা করেন…

দেবাশীষ বিশ্বাস: রেগে গেলে চুপ করে থাকি, প্রকাশ করি না।

আনন্দ আলো: পত্রিকার যে অংশটি আগে পড়া হয়…

দেবাশীষ বিশ্বাস: পত্রিকার বিনোদন পাতাটা আগে পড়া হয়।

আনন্দ আলো: ফ্যাশন বলতে যা বুঝি…

দেবাশীষ বিশ্বাস: ফ্যাশন বলতে বুঝি যুগের সঙ্গে তাল মেলানো।

আনন্দ আলো: বিরক্ত লাগে কখন…

দেবাশীষ বিশ্বাস: মানুষ বিরক্ত করলে।

আনন্দ আলো: অবসরে যা করেন…

দেবাশীষ বিশ্বাস: অবসরে গান শুনি, ছবি দেখি।