Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

যাঁরা একুশে পদক পেলেন

সরকারি বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ২০ জন বিশিষ্ট নাগরিক ও একটি প্রতিষ্ঠানকে ২০২০ সালের একুশে পদক প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে। স্বীকৃতি প্রদানের ক্ষেত্রসহ বিশিষ্ট বক্তিবর্গের ও প্রতিষ্ঠানের নামÑ মরহুম আমিনুল ইসলাম বাদশা (ভাষা আন্দোলন), বেগম ডালিয়া নওশিন (শিল্পকলা, সংগীত), জনাব শঙ্কর রায় (শিল্পকলা, সংগীত), মিতা হক (শিল্পকলা, সংগীত), মো: গোলাম মোস্তফা খান (শিল্পকলা, নৃত্য), এস এম মহসীন (শিল্পকলা, অভিনয়), অধ্যাপক শিল্পী ড. ফরিদা জামান (শিল্পকলা, চারুকলা), মরহুম হাজী আক্তার সরদার (মুক্তিযুদ্ধ), মরহুম আব্দুল জব্বার (মুক্তিযুদ্ধ), মরহুম ডা: আ. আ. ম. মেসবাহুল হক (বাচ্চু ডাক্তার) (মুক্তিযুদ্ধ), জাফর ওয়াজেদ (আলী ওয়াজেদ জাফর) (সাংবাদিকতা), ড. জাহাঙ্গীর আলম (গবেষণা), হাফেজ ক্বারী আল্লামা সৈয়দ মোহাম্মদ ছাইফুর রহমান নিজামী শাহ (গবেষণা), অধ্যাপক ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া (শিক্ষা), অধ্যাপক ড. শামসুল আলম (অর্থনীতি), সুফি মোহাম্মদ মিজানুর রহমান (সমাজসেবা), ড. নুরুন নবী (ভাষা ও সাহিত্য), মরহুম সিকদার আমিনুল হক (ভাষা ও সাহিত্য), নাজমুন নেসা পিয়ারি (ভাষা ও সাহিত্য), অধ্যাপক ডা: সায়েবা আখতার (চিকিৎসা) এবং বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (গবেষণা)।
আগামী ২০ ফেব্রুয়ারি ২০২০, সকাল ১০.৩০ মিনিটে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওসমানী স্মৃতি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ২০২০ সালের একুশে পদক প্রদান করবেন।