Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

মোবাইল অ্যাপস দিচ্ছে অনেক সুবিধা

আপনার যদি একটা স্মার্টফোন থাকে তাহলে আপনি অনায়াসেই কিছু সুযোগ নিতে পারবেন। বাজারে অনেক অ্যাপস পাওয়া যায় যা দিয়ে আপনি স্মার্ট ফোন থেকে কম টাকায় কল করতে পারবেন। পারবেন এসএমএস পাঠাতে, এমনকি ফ্রিতে ইন্টারনেটও চালাতে পারবেন। চলুন জেনে নেই এমন কিছু অ্যাপস সম্পর্কে- হোয়াটস-অ্যাপস: হোয়াটস-অ্যাপস আপনাকে বিনে পয়সায় এসএমএস করার সুযোগ দেবে। এটার মাধ্যমে আপনি আপনার মোবাইলের সবগুলো নম্বরে একই সাথে এসএমএস পাঠাতে পারবেন। সারা বিশ্বে ২০০ মিলিয়ন লোক হোয়াটস-অ্যাপ ব্যবহার করে। এটা আপনি হোয়াটস-অ্যাপ এর ওয়েবসাইড থেকে ডাউনলোড করতে পারবেন। ইলো: রোমিং, ইন্টারন্যাশনাল কল, দূরবর্তী স্থানে কল, রিচার্জ কার্ড, কতশত খরচ। কিন্তু ইলো অ্যাপস আপনার খরচের পরিমাণ কমিয়ে দেবে অনেকাংশে। এটাকে কম খরচের সেরা অ্যাপস বলে বিবেচনা করা হয়। এটার মাধ্যমে আপনি যেমন মোবাইলে কল করতে পারবেন তেমনি ল্যান্ডফোনেও কল করতে পারবেন। ওনাভো-কম খরচে ইন্টারনেট: ওনাভো আরো একটি পয়সা বাঁচানোর অ্যাপস। এটার মাধ্যমে ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে আপনাকে কম খরচ করতে সাহায্য করবে। এটার মাধ্যমে আপনি ইন্টারনেট ব্যবহার করলে আগের চেয়ে ৩০-৩৫ শতাংশ ডাটা কম খরচ হবে। ওনাভো কম ডাটা খরচের বিষয়টি নিশ্চিত করে। এই অ্যাপসটি ডাউনলোড করতে ওনাভোর ওয়েবসাইড ভিজিট করুন। ফন-ফ্রি মোবাইল ডাটা: ফন হচ্ছে অত্যাবশকীয় একটি অ্যাপস। এটার মাধ্যমে আপনি মোবাইলে ফ্রি ডাটা ব্যবহার করতে পারবেন। ফন আপনাকে পৃথিবীর ৭ মিলিয়ন ওয়াইফাই হটস্পট ব্যবহারের সুযোগ দেয়। এই সুবিধা পেতে হলে ফনের একটি রাউটার কিনে ফনের সদস্য হতে হবে। ফন ইতিমধ্যে বিটি, এমটিএস, ওআই, এসএফটি এবং অন্যান্য অপারেটরদের সাথে চুক্তি করেছে। ওয়েফাই-ফ্রি হটস্পট: এটাও এমন একটি অ্যাপস যা আপনাকে আপনার স্মার্টফোনে ফ্রি ডাটা পেতে সাহায্য করবে। এই অ্যাপসের ডাটাবেজে প্রায় ১০০ মিলিয়ন ওয়াইফাই হটস্পট আছে। ওয়েফাইয়ের ওয়েবসাইড থেকে এই অ্যাপসটি ডাউনলোড করা যাবে।

অ্যান্ড্রয়েড মোবাইলের জন্য ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার

কম্পিউটারের জন্য ডাউনলোড ম্যানেজার হিসেবে প্রায় সবাই ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার বা অঊু ব্যবহার করে থাকে। মোবাইলের জন্যেও কম্পিউটারের মত একটি ডাউনলোড ম্যানেজার প্রয়োজন। আর যদি হয় সেটা অ্যান্ড্রয়েড স্মার্টফোন তাহলে তো কথাই নেই। অ্যান্ড্রয়েড মোবাইলের জন্য তেমনই একটি অ্যাপস হলো ঊমষভমটঢ ুটভটথণর তমর ইভঢরমধঢ। এই ফ্রি ডাউনলোড অ্যান্ড্রয়েড অ্যাপস দিয়ে সকল ধরণের ভিডিও সহ ইিে, ৗইৗ. ছঅ,ে ু৩ে, ঊৃউ, ঙীও ফরম্যাট সহ সকল ফাইলই ডাউনলোড করা যায়। রয়েছে সিম্পল এবং সুন্দর ইউজার ইন্টারফেস। আরো আছে ভয়েস সার্চ করার সুবিধা, হিস্টরি থেকে এড্রেসবারে অটো সাজেশন প্রদশর্ন, জাভা স্ক্রিপ্ট সাপোর্ট, ঔকুী ৫ ভাষা সাপোর্ট, ব্রাউজিং স্পীড বাড়িয়ে দেয়া, রিজিউম ডাউনলোড সাপোর্ট, লাইভ ডাউনলোড ইনডিকেটর, ফাইল নেম ঠিক করে ডাউনলোড করার সুবিধা সহ অনেক বড় বড় ফাইল ডাউনলোড করা যায়। সেটা ২ জিবির উপরেও হতে পারে। তাছাড়া ওয়াইফাই সাপোর্ট, সোস্যাল নেটওয়ার্ক টেক্সট, লিঙ্ক শেয়ার করা যায় এই ডাউনলোড ম্যানেজার দিয়ে। স্মার্টফোনের চার্জ ধরে রাখার অ্যাপস স্মার্টফোনের সবচেয়ে বড় সমস্যা হয় ব্যাটারিচার্জের ক্ষেত্রে। নিয়মিত একাধিক সামাজিক যোগাযোগ সাইটের সঙ্গে যুক্ত থাকার ফলে দ্রুত ব্যাটারির চার্জ ফুরিয়ে যায় স্মার্টফোনে। এ নিয়ে চিন্তায় থাকতে হয় ব্যবহারকারীদের। নানা ধরনের পদ্ধতি আছে চার্জ বাঁচানোর। যেমন ব্যাকগ্রাউন্ড অ্যাপ বন্ধ রাখা, সিংক্রোনাইজেশন বন্ধ রাখা, মানচিত্র, গেমস, পর্দার আলো কমিয়ে রাখা ইত্যাদি। তবে স্মার্টফোনের চার্জ বাঁচিয়ে রাখতে এখন রয়েছে দারুণ কিছু অ্যাপস। ব্যাটারি ডক্টর: বিনামূল্যে ব্যবহার করা যায় এমন চার্জ বাঁচানোর একটি অ্যাপ হচ্ছে ব্যাটারি ডক্টর। সাধারণত যেসব অ্যাপ ব্যবহার বন্ধ রাখলে কিংবা বিভিন্ন সেটিংস-সুবিধা পরিবর্তন করলে চার্জ বাঁচানো যায়, সেগুলো নিয়েই কাজ করে ব্যটারি ডক্টর। ১৯টি ভাষায় এ অ্যাপটি ব্যবহারের সুবিধা রয়েছে। স্মার্টফোনের পর্দার আলো কমিয়ে রাখা, গেম, ওয়াই-ফাইতে কতক্ষণ থাকলে চার্জ কতটা কমবে, ব্যাটারিতে মূল কেবল দিয়ে চার্জ দেয়া হচ্ছে কি না ইত্যাদি কাজ ব্যাটারি ডক্টর করে দেয়। ইস্টার অ্যাপ: চার্জ বাঁচানো এবং সে অনুযায়ী অ্যাপ ব্যবহারের দারুণ সুবিধা নিয়ে কাজ করে জুস ডিফেন্ডার। স্মার্টফোনের চার্জ বাঁচানোর এ অ্যাপটি থ্রি জি/ফোর জি সংযোগ, ওয়াই-ফাইতে কীভাবে চার্জ বাঁচানো যায় সে সেবাও দেয় ইস্টার অ্যাপ। এ অ্যাপের সাহায্যে মোবাইল ডেটা, ওয়াইফাই ও সিপিইউর গতি, শিডিউল অনুযায়ী ইভেন্ট রিমাইন্ডার দেয়া, নির্দিষ্ট অ্যাপের ক্ষেত্রে ইন্টারনেট সংযোগ বন্ধ করা কিংবা চালু করা ইত্যাদি কাজও করা যায়।