Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

মেলায় ভাষা ও ভাষা আন্দোলনের বই

আজ মহান একুশে ফেব্রæয়ারি তথা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আজ বইপ্রেমীরা মেলায় আসবেন ভাষা শহীদদের স্মরনে চেতনায় জাগ্রত হওয়ার জন্য। মেলায় রয়েছে ভাষা আন্দোলন ও বাংলা ভাষার উপর নানান বই। আগামী প্রকাশনী থেকে বের হয়েছে এম আবদুল আলীমের ‘বাংলা বানান ও উচ্চারন বিধি’, পাঞ্জেরী পাবলিকেশন্স থেকে আলতাফ পারভেজের ‘সাহিত্য আলোচনা বই’, আগামী থেকে ড. শ্যামল কান্তি দত্তের ‘সিলেটের উপভাষা ব্যাকরণ ও অভিধান’, এম আবদুল আলীমের ‘সিরাজগঞ্জের ভাষা আন্দোলন’, পুথিনিয়ল থেকে ড. মোহাম্মদ আমানের ‘বাংলায় প্রচলিত বিদেশি শব্দের অভিধান’, এশিয়া পাবলিকেশন্স থেকে ইসমাইল হোসেন বকুলের ‘রক্তের কারাগারে বন্দি ৮ই ফাগুন ভাষা আন্দোলন ও রক্তঝরা একুশ’, আরো কিনতে পারেন মধ্যমা প্রকাশনী থেকে ভাষা সংগ্রামী আহমদ রফিকের ‘একুশের দিনলিপি’, আহমদ পাবলিশিং থেকে আবুল কাশেম ফজলুল হকের ‘রাষ্ট্রভাষা আন্দোলনের দলিলপত্র’, আগামী প্রকাশনী থেকে ভাষা সংগ্রামী অধ্যাপক ড. রফিকুল ইসলামের ‘বাংলাদেশের সাহিত্যে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ’, ময়ূরপঙ্খী থেকে একই লেখকের ‘বাংলা ভাষা আন্দোলন’, আগামী প্রকাশনী থেকে মোনায়েম সরকারের ‘মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনের গান’, জাতীয় সাহিত্য প্রকাশনী থেকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ‘ভাষা আন্দোলনের দলিল সংকলন’, নালন্দা প্রকাশনী থেকে এমআর মাহবুবের ‘রাষ্ট্রভাষা আন্দোলন’ ও ’ভাষা সংগ্রামের স্মৃতি’ এবং পিয়াল পাবলিশিং থেকে জাহানারা তোফায়েলের ‘আমার স্মৃতিতে ভাষা আন্দোলন’, ইউপিল থেকে এসেছে আতাউর রহমান সম্পাদিত ‘ভাষা আন্দোলনের আর্থ সামাজিক পটভূমি’, মুহম্মদ হাবিবুর রহমানের ‘প্রথমে মাতৃভাষা পরভাষা পরে’, ‘বাংলা ভাষা সাহিত্য ও সাংস্কৃতিক আন্দোলন’, চয়ন প্রকাশন বের করেছে মো. জিল্লুর রহমান ও লিলি হকের সম্পাদনায় ‘ভাষা আন্দোলনের কবিতা ও ছড়া’, খান ব্রাদার্স থেকে এসেছে মাহবুবুল আলমের ‘বাংলা ভাষার ইতিহাস’, ‘বাংলাদেশের সাহিত্য’, ‘বাংলা বানান ও ভাষারীতি’।