Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

মেলায় পর্যাপ্ত ফাঁকা জায়গা রয়েছে

তরিকুল ইসলাম রনি, প্রকাশক তাম্রলিপি
RONYএবছর বইমেলা শুরুর দিন থেকেই জমজমাট। অন্যান্যবছর মেলার উদ্বোধনের পর তেমন পাঠক তথা দর্শনার্থীদের দেখা না গেলেও এবার কিন্তু তা হয়নি। আমরা এবার দেখেছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বইমেলা উদ্বোধনের পরপরই মেলায় পাঠকদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। সেই ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। তাই প্রাণের মেলা এবার বেশ জমবে বলে আমার বিশ্বাস। বইমেলা আমাদের বাঙালি জাতীর জাতীয় উৎসব। এটা শুধু বইয়ের মেলাই নয়। বাঙালির সংস্কৃতির ধারক ও বাহক। তাই বইমেলার আবেদনটা আমাদের কাছে অন্যরকম। এবারের বইমেলার সাজসজ্জা নিয়েও আমি বেশ সন্তুষ্ট। মেলার আয়তন বেড়েছে। পর্যাপ্ত ফাঁকা জায়গাও আছে। তবে মেলার মধ্যে যেনো ধূলা না থাকে এজন্য মেলা কর্তৃপক্ষের প্রতি অনুরোধ করছি। এবছর আমাদের তাম্রলিপি থেকে প্রায় ১২০টি নতুন বই প্রকাশ হবে। এরমধ্যে বেশকিছু বই মেলার প্রথম দিন থেকেই চলে এসেছে।