Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

মেলায় তারকাদের বই

প্রতি বছরের মতো এবারও মেলায় শোবিজের এক ঝাঁক তারকার লেখা বই প্রকাশ হচ্ছে। তারকাদের ব্যাপারে ভক্তদের বেশ আগ্রহ রয়েছে বলে তাদের লেখা বইয়ের প্রতিও থাকে বাড়তি কৌতুহল। এবারের বইমেলায় বিশিষ্ট অভিনেতা আবুল হায়াত এর ‘নির্বাচিত গল্প সংকলন’ নামে একটি গল্পের বই প্রকাশ হবে। বইটির প্রচ্ছদ করেছেন তারই সুযোগ্যা কন্যা অভিনেত্রী ও চিত্রশিল্পী বিপাশা হায়াৎ। বইটিতে ১২টি গল্প স্থান পাবে। ডেইলি স্টারের প্রকাশনা সংস্থা থেকে বইটি প্রকাশিত হবে। এটি একুশে বইমেলার দ্বিতীয় সপ্তাহে পাওয়া যাবে। বিশিষ্ট অভিনেতা ড. ইনামুল হক এর দুইটি বই প্রকাশ হবে। দুইটির মধ্যে একটি বই চূড়ান্ত করেছেন। এটি ইংল্যান্ডের বিখ্যাত নাট্যকার হ্যারোল্ড পিন্টারের দুটি নাটক নিয়ে অনুবাদের বই। বইটির নাম ‘হ্যারোল্ড পিন্টার’। এছাড়া একটি বিজ্ঞানবিষয়ক বই প্রকাশ করবেন। বিশিষ্ট গণসংগীত শিল্পী ফকির আলমগীরের সাতটি বই প্রকাশিত হবে। এ গুলোর মধ্যে রয়েছে অনন্যা থেকে ‘ইউরোপের পথে পথে’, ‘স্মৃতির আয়নায়’, ‘মুক্তিযুদ্ধে বিদেশি বন্ধুরা’, ‘নির্বাচিত নিবন্ধ’, ‘মুক্তিযুদ্ধের স্মৃতি’ ও ‘বিজয়ের গান’ দৃরন্ত থেকে ‘স্মরণ’ জিনিয়াস থেকে ‘দেশ দেশান্তর’ ও ‘স্মৃতি আলাপনে মুক্তিযুদ্ধ’। ফকির আলমগীর বলেন, প্রতি বছর মেলায় আমি পাঠকদের জন্য নতুন নতুন বই উপহার দেয়ার চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় এবারও পাঠকরা আমার লেখা ভালো কিছু বই পাবেন। জনপ্রিয় কণ্ঠশিল্পী কনক চাঁপা একটি কবিতার বই প্রকাশ করবেন। বইটির নাম ‘মেঘের ডানায় উড়ে’। বইটি নাগরী প্রকাশনা থেকে প্রকাশিত হবে। জনপ্রিয় গীতিকার, নাট্যকার ও সাংবাদিক অনুরূপ আইচের একটি উপন্যাস বের হচ্ছে। ‘প্রেমহীনা’ শীর্ষক ও উপন্যাসটি প্রিয়মুখ প্রকাশনী থেকে প্রকাশিত হবে। একজন ব্যান্ডশিল্পীর যাপিত জীবনকে ঘিরে এর কাহিনি অবর্তিত হয়েছে। পাশাপাশি এতে উঠে এসেছে অডিও অঙ্গন ধ্বংসের নেপথ্যের কারণ। এর আগে তার আরো পাঁচটি বই প্রকাশিত হয়েছে। বই গুলো হচ্ছে, প্রেমলীলা, গল্প সমগ্র, অ্যালকোহল, প্রেম নয় ভালোবাসা ও অনুরূপ আইচের গান। শিল্পী থেকে এবার কবির খাতায় নাম লেখালেন ক্লোজআপ ওয়ান তারকা সাজিয়া সুলতানা পুতুল। এবারের বইমেলায় তিনি একটি কাব্যগ্রন্থ প্রকাশ করতে যাচ্ছেন। ইতিমধ্যে এর কাজ সম্পন্ন করেছেন। এ বইটি ‘পুতুল কাব্য উপক্রমনিকা’ শিরোনামে প্রকাশিত হবে। বইটিতে ১১৭টি কবিতা রয়েছে। প্রিয়মুখ প্রকাশনী থেকে বইটি প্রকাশিত হবে। জীবনের প্রথম কবিতার বইটি নিয়ে তিনি অনেক আশাবাদী। আশা করছেন, বইটি পাঠক মহলে মুগ্ধতা ছড়াবে।