Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

ব্যাটে-বলে হয়নি বলেই করা হয়নি

নতুন ধারাবাহিকসহ বেশকিছু খ  নাটকের শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন অভিনেত্রী বাঁধন।  এছাড়াও চলচ্চিত্রে অভিনয়ের ব্যাপারে কথাবার্তা হচ্ছে বলে জানান তিনি

আনন্দ আলো: এতো কাজ করছেন নিজের অভিনয়কে কিভাবে মূল্যায়ন করবেন?

বাঁধন: এখন একদম প্রফেশনালি কাজ করছি।  তাই চেষ্টা করেছি ভালো কাজ করার।  আগের কাজের তুলনায় এখনকার কাজ ভালোও হচ্ছে।  তবে মূল্যায়নের বিষয়টা দর্শকের ওপর।  আমার কাজ স্ক্রিপ্টের মতো করে চরিত্র অনুযায়ী অভিনয়টা করা।  সেটাই করে যাচ্ছি।  কতটুকু ভালো করছি কী খারাপ করছি সেটার মূল্যায়ন সম্পূর্ণ দর্শকই করবেন।  দর্শকদের ভালোবাসা যতোদিন পাবো কাজ করে যাবো।

আনন্দ আলো: এনটিভিতে হা-শো নামক অনুষ্ঠানে আপনাকে বিচারক হিসেবে দেখা যাচ্ছে।  বিচার কার্য করতে কেমন লাগছে?

বাঁধন: নি:সন্দেহে ভালো লাগছে।  আসলে আমাদের চারদিকে হাসির মানুষ কিংবা হাসানোর বিষয় ক্রমেই কমে যাচ্ছে।  আমরা সবাই যেনো হাসতে ভুলে যাচ্ছি।  সেইদিক থেকে মাসে যতোবার হা-শো অনুষ্ঠানটির রেকর্ডিং হয় আমি বেশ আগ্রহ নিয়েই অনুষ্ঠানটির শুটিং-এ যাই।  আমি এখন পর্যন্ত ক্যারিয়ারে অনেক ধরনের চরিত্রে অভিনয় করেছি, উপস্হাপনা করেছি, কিন্তু এর মতো উপভোগ করে কাজ করা হয়নি।  এ শোটির মাধ্যমে আমি অনেক ধরনের মানুষের সঙ্গে মিশতে পেরেছি।  অনুষ্ঠানটি আমি অনেক উপভোগ করছি, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই।  দর্শকদের কাছ থেকে সাড়াও পাচ্ছি বেশ।

আনন্দ আলো: আর বড় পর্দায় কাজের বিষয়ে কি বলবেন?

বাঁধন: বড়পর্দায় কাজের ব্যাপারে আমার আগে থেকেই ইচ্ছা ছিলো।  এখনো আছে।  অনেক ছবিতে অভিনয়ের ব্যাপারে প্রস্তাবও পেয়েছি।  তবুও কেনো জানি সিনেমায় ঐভাবে অভিনয়টা করা হয়নি।  তবে পছন্দের ব্যাপার তো ছিলোই কিছু।  ব্যাটে-বলে হয়নি বলেই করা হয়নি।  এখনো চলচ্চিত্রে কাজ করতে চাই।  বলা যায় সবকিছুর জন্য অপেক্ষায়ই আছি।

আবার শুরু হয়েছে বিদেশে বিশিষ্ট বাঙালি

Arun-Chowdhuryচ্যানেল-আই এর অন্যতম দর্শকপ্রিয় অনুষ্ঠান বিদেশে বিশিষ্ট বাঙালি আবার শুরু হয়েছে।  নাট্যকার অরুণ চৌধুরীর উপস্হাপনা ও পরিচালনায় ৩০ মিনিটের এ সাক্ষাৎকারমূলক অনুষ্ঠানে রয়েছে সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা সফল বাংলাদেশীদের গৌরবের কথা।  এবারের শুটিং হয়েছে কানাডা, আমেরিকা, ব্রিটেন, জামার্নি, ফ্রান্স ও হল্যান্ডের নানা শহরে।  বাঙালি জাতি যে মেধাশূন্য, পরশ্রীকাতর, আলস্যপরায়ণ, অকর্মণ্য নয়, বিভিন্ন দেশের মূলধারায় তাঁরা অহংকার করে বলার মতো যথেষ্ট বিখ্যাত আলোচ্য প্রযোজনায় তাই উঠে এসেছে।  অনুষ্ঠানটি সপ্তাহের প্রতি মঙ্গলবার বিকাল ৪.২০ মিনিটে চ্যানেল আইতে প্রচার হচ্ছে।

নতুন বিজ্ঞাপনে মিশু

সাবেক প্রমীলা ক্রিকেটার মিশু চৌধুরী এখন নিয়মিতই কাজ করছেন অভিনয়ে।  নাটক-টেলিছবির পাশাপাশি বড় পর্দাতেও নাম লিখিয়েছেন তিনি।  দর্শককে মুগ্ধ করেছেন বেশ কিছু নান্দনিক বিজ্ঞাপনে মডেলিং করে।  তারই ধারাবাহিকতায় সম্প্রতি আরো একটি বিজ্ঞাপনের কাজ শেষ করেছেন মিশু।  বিটবির ইট কলের উন্নত চুলার বিজ্ঞাপনে মডেল হয়েছেন তিনি।  মাকসুদ হোসাইনের নির্দেশনায় এখানে তার সাথে আরো অংশ নিয়েছেন জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবু ও মিম।  মিশু বলেন, ‘বিজ্ঞাপনে কাজ করতে বরাবরই আমার ভালো লাগে।  এখানে অল্প সময়ের মধ্যে নিজেকে অনেক কিছু প্রমাণ করতে হয়।  একটা চ্যালেঞ্জিং বিষয় থাকে।  আর ব্যক্তিগতভাবে আমি সবসময় চ্যালেঞ্জ নিতে ভালোবাসি।  মাকসুদ ভাই খুব চমৎকার কাজ করেছেন।  আর বাবু ভাইয়ের সাথে কাজের অভিজ্ঞতা ছিলো অসাধারণ।  আশা করি বিজ্ঞাপনটি ভালো লাগবে সবার। ’ বিজ্ঞাপনটি চলতি মাসের শেষ দিক থেকে বিভিন্ন চ্যানেলে প্রচার শুরু হবে বলে মিশু জানান এছাড়াও বেশ কিছু নাটক-টেলিছবিতে কাজ করেছেন তিনি।  হাতে আছে আরো কিছু বিজ্ঞাপন ও নাটকের প্রস্তাবও।

নেপালে লাইফ ইন এ মেট্রো

নতুন ডেইলি সোপ নির্মাণ করছেন নির্মাতা বি ইউ শুভ।  রুদ্র মাহফুজের লেখা ডেইলি সোপটির নাম ‘লাইফ ইন এ মেট্রো’।  এতে অভিনয় করছেন এক ঝাঁক প্রতিষ্ঠিত ও উদীয়মান তারকা।  অপূর্ব, শহীদুজ্জামান সেলিম, নিরব, নাঈম, শর্মিলী আহমেদ, অরুনা বিশ্বাস, করভী মিজান, দিতি থেকে শুরু করে রুমা, ইমি, হীরা, তানভীর, তমালিকা কর্মকার, নাজিরা আহমেদ মৌ, নেহা, তানহা তাসনিয়া, তিথি কবির, সারাফী প্রেমা, life-in-a-metroনাহিদ, সোহেল, রিগ্যাল, তানবিরুলসহ আরো অনেকে অভিনয় করেছেন।   সবমিলিয়ে বিশাল এক বহর সাজিয়েছেন শুভ।  মাস দুয়েক আগে শুটিং শুরু করেছিলেন।  এরই মধ্যে অনেকটা কাজ গুছিয়েও নিয়েছেন।  ষাটপর্বের শুটিংও শেষ করে ফেলেছেন।  নাটকটির কিছু অংশের শুটিং নেপালে করা হবে বলে জানান শুভ।  তিনি বলেন, ‘এতো তারকা নিয়ে এর আগে কোন ডেইলি সোপ হয়নি।  র‌্যাম্পের প্রথম সারির মডেলদের যেমন এনেছি, তেমনি প্রতিষ্ঠিত অভিনয় শিল্পীরাও রয়েছে নাটকটিতে।  অনেক বড় প্ল্যান নিয়ে কাজটা করছি।  এক হাজার পর্ব কাজটা এগিয়ে নিতে চাই।  লাইফ ইন এ মেট্টো চলতি মাসের শেষ দিক থেকে এটিএন বাংলায় প্রচার শুরু হবে।