Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

বৃষ্টি আক্রান্ত বইমেলা পরক্ষনেই দাঁড়িয়ে গেল!

বিশেষ প্রতিনিধি
বৃষ্টি হবে। আবহাওয়ার পূর্বাভাষ আগেই ছিল। বাংলা একাডেমি কর্তৃপক্ষ দু’দিন আগে থেকেই মেলা চলাকালে মাইক যোগে এ ব্যাপারে সতর্কও করেছিলেন। কিন্তু সতর্ক করলে কি হবে? মেলার স্টল অথবা প্যাভিলিয়নতো আর সরিয়ে নেওয়া সম্ভব নয়। সবাই নির্ভর করেছিল প্রকৃতির ওপর। গতকাল বিরুপ আবহাওয়ার কবলে পড়েছিল আমাদের বইমেলা। রবিবার সকালে আকাশ কালো করে বৃষ্টি হামলে পড়ে বইমেলার ওপর। ফলে মেলা মাঠের কোথাও কোথাও পানি জমে যায়। বাতাসের ধাক্কায় কয়েকটি স্টল ও প্যাভিলিয়ন ক্ষতিগ্রস্থ হয়। তাই বলে মোটেও থেমে যায়নি মেলার কার্যক্রম। বরং বৃষ্টি থেমে যাবার পর মেলা কর্তৃপক্ষের সহযোগিতায় ক্ষতিগ্রস্থ স্টল ও প্যাভিলিয়ন নতুন করে সাজিয়ে নির্ধারিত সময়েই গতকাল বইমেলার কার্যক্রম শুরু হয়। ক্রেতা-দর্শকের উপস্থিতি ছিল বিশেষ ভাবে উল্লেখ করার মতো। বিভিন্ন স্টল ও প্যাভিলিয়নে ক্রেতারা ভীড় করে বই কিনেছেন। সন্ধ্যার দিকে বইমেলার উভয় অংশ লোকে লোকারন্য হয়ে ওঠে। গত কয়েক বছর ধরে বইমেলা মাসের কোনো না কোনো দিনে বৃষ্টি আক্রান্ত হচ্ছে। পরিস্থিতি বিবেচনায় বইমেলার একটি নির্ধারিত জায়গা খুঁজে বের করার দাবী তুলছেন কেউ কেউ। সেটি সোহরাওয়ার্দী উদ্যাণেও হতে পারে। মেলার স্থান চ‚ড়ান্ত হলে অবকাঠামো গত সংস্কার করা সম্ভব। ফলে বৃষ্টির প্রকোপে মেলা ক্ষতিগ্রস্থ হবে না।
উল্লেখ্য, আগামিতে আরো তিন দিন অর্থাৎ ২৩, ২৪ ও ২৫ তারিখেও বৃষ্টির আশংকা রয়েছে বলে আবহাওয়া অধিদপ্তর আভাষ দিয়েছে। এই ব্যাপারে প্রত্যেকটি স্টল মালিক আগাম সতর্ক থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সহজ হবে বলে সকলে মনে করেন।