Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

বৃন্দাবন দাসের রচনায় ঈদ নাটক ‘মিরাজ তুই মরিসনে ক্যা’

সংসারে দুই ভাই মিরাজ ও সিরাজ । বড় ভাই মিরাজ দীর্ঘদিন থেকে কাশিতে ভুগছেন। ডাক্তার-কবিরাজ সব একাকার করেও কাশির উন্নতি এইটুকুও হয়নি। কাশির আওয়াজ সকালে শুরু হয়ে চলে রাত পর্যন্ত। বিষয়টি নিয়ে পাড়া প্রতিবেশী এমনকি গ্রামবাসী সবাই অবগত। সবাই ভাবে এটি যক্ষা রোগ। অন্যদিকে ছোট ভাই সিরাজ অবিবাহিত। ভালোবাসে একই গ্রামের একটি মেয়েকে বিবাহ করতে চায়, কিন্তু মেয়ে রাজি না। কারণ তার ধারণা এই যক্ষাটি সিরাজের বংশগত। সুতরাং বিয়ের পর তারও আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। মিরাজ পরে বিরম্বনায় ।

বড় ভাই মিরাজের বিয়ের জন্য আটকে থাকে ছোট ভাই সিরাজের বিয়ে। এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে ঈদের নাটক ‌‌‌‌‘মিরাজ তুই মরিসনে ক্যা’। নাটকটিতে মিরাজ ও সিরাজের চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু ও চঞ্চল চৌধুরী।

নির্মাতা দীপু হাজরা জানান, বাংলাভিশনে ঈদের ৫ম দিন বিকেল সাড়ে ৫টায় প্রচারিত হবে ‘মিরাজ তুই মরিসনে ক্যা’ নাটকটি। নাটকটি রচনা বৃন্দাবন দাস পরিচালনা দীপু হাজরা। এতে আরও অভিনয় করেছেন শাহানাজ খুশী, নাবিলা ইসলাম, মাসুদ রানা মিঠু, আশরাফ রবি, সুজিত বিশ্বাস, মিলি মুন্সি প্রমুখ।