Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

বইমেলার সঙ্গে সঙ্গে প্রকাশনার দিকেও নজর দিতে হবে

ইমদাদুল হক মিলন
গতকালই প্রথম মেলায় এসেছিলেন বিশিষ্ট কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন। তিনি প্রায় পুরো মেলা প্রাঙ্গণ একবার চক্কর দিয়ে অনন্যা প্রকাশনীতে গিয়ে বসেন। সেখানে ভক্তদের অটোগ্রাফ ও সেলফি তোলায় ব্যস্ত ছিলেন তিনি। এরই ফাঁকে তিনি কথা বলেন আনন্দ আলো বইমেলা প্রতিদিনের সঙ্গে। তিনি বলেন, এবারে মেলার পরিবেশ দেখে সত্যিই মনটা ভরে গেছে। অন্যান্যবারের চেয়ে স্টল বিন্যাস ও মেলার সাজসজ্জা নান্দনিক মনে হয়েছে আমার কাছে। পুরো মেলায় পর্যাপ্ত জায়গা রয়েছে। পাঠকরা ঘুরে-ফিরে বই কিনতে পারছেন। অনেক মানুষ এলও তেমন সমস্যা হবে না বলে আমার বিশ্বাস। সবই তো হলো এবার বইমেলায় উন্নত প্রকাশনার দিকে নজর দেয়া উচিৎ বলে মনে করি। প্রতিবছর বইমেলায় প্রায় চার-পাঁচ হাজার বই প্রকাশ পায়। একটি বইও যেন ভুল বানান কিংবা ভুল তথ্যে বের না হয় সেদিকে সকল প্রকাশকের নজর দেয়া উচিৎ। দিনে দিনে আমাদের এই প্রাণের মেলা ব্যপ্তি লাভ করছে। এখন প্রয়োজন মানসম্পন্ন বই প্রকাশনার দিকে নজর দেওয়া।
শিশুদের জন্য এবার ৫টি নতুন বই লিখেছেন বিশিষ্ট কথা সাহিত্যিক ইমদাদুল হক মিলন। এছাড়াও এবারের বইমেলায় তার একাধিক নতুন উপন্যাস প্রকাশ হয়েছে।