Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

পন্ডস প্রেজেন্ট দ্য লাস্ট্রাস রানওয়ে দিয়া মির্জার চমক

সম্প্রতি ঢাকায় এসেছিলেন বলিউডের সুঅভিনেত্রী দিয়া মির্জা। এ উপলক্ষে রাজধানীর রেডিসন ব্লৃ হোটেলে আয়োজন করা হয় পন্ডস প্রেজেন্টস লাস্ট্রাস রানওয়ে শিরোনামের একটি ফ্যাশন শো। এতে শো স্টপার হিসেবে র‌্যাম্পে অংশ নেন তিনি। তিনি পরেছিলেন রুবিজ ও গীতাঞ্জলির পোশাক ও গহনা। এ সময় দিয়া বলেন, বাংলাদেশে আসতে পেরে তিনি খুবই আনন্দিত। তিনি শুধু হিন্দি ছবিতেই অভিনয় করেননি। একটি বাংলা ছবিতেও অভিনয় করেছেন বলে আনন্দ প্রকাশ করেন।  এক্সক্লুসিভ এই ফ্যাশন শোতে একত্রিত হয়েছিলেন বাংলাদেশের নামীদামি ফ্যাশন ডিজাইনার, রিটেইলার, মেকআপ আর্টিস্ট, হেয়ার স্টাইলিস্ট, কোরিওগ্রাফার এবং মডেল তারকারা। এই শোটি সত্যিকার অর্থে ফ্যাশন ডিজাইনারদের স্বপ্ন ও আকাংখা পূরণের এক প্লাটফর্ম হয়ে উঠেছিল সেদিন। ইভেন্ট আয়োজন করেছিল ইনফিনিটি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানী। যারা সব সময় নারীদের জন্য এমন ফ্যাশন প্লাটফর্মের আয়োজন করে দেশের ফ্যাশন ইন্ডাস্ট্রিকে উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। আর এমন অসাধারণ ফ্যাশন প্লাটফর্মকে সাফল্যময় ও জোরদার করতে পন্ডস স্পন্সর হিসেবে সব সময়ই এগিয়ে আসে। ইনফিনিটি ও পন্ডস ঐসব প্রতিভাবানকে তুলে ধরতে চায় যাদের রয়েছে সৃজনশীল চিন্তাধারা, উদ্ভাবনী শক্তি এবং অতীত থেকে অনুপ্রাণিত হয়ে বর্তমানকে উপস্থাপন করার যোগ্যতা। এবারের আয়োজন ছিল পন্ডস প্রেজেন্টস দি লাস্ট্রাস রানওয়ের ষষ্ঠ এডিশন। এই আয়োজনে উপস্থাপিত হয়েছিল লোকাল তরুণ ডিজাইনার ও ইন্টারন্যাশনাল ডিজাইনারদের এক সংমিশ্রণ। এতে বাংলাদেশ থেকে অংশ নেয় নোভা জেনুইন, সরভস্কি, রুবিজ, নিশা আলি এবং সাশা এক্সক্লুসিভ। ভারত থেকে অংশ নেয় জ্যোতি সাজদেব আইয়ার, কোমাল সুদ, জ্যোস্না তিওয়ারি। পাকিস্তান থেকে অংশ নেয় শামশাহান ওয়ানি। তবে এই শোর সবচেয়ে বড় আকর্ষন ছিল বলিউড সেলিব্রেটি দিয়া মির্জার অংশগ্রহণ। পন্ডস-এর সাথে স্পন্সর হিসেবে আরো ছিল বিএমডব্লিউ। কোস্পন্সর হিসেবে ছিল সিটিব্যাংক, অ্যামেক্স, গীতাঞ্জলি লাইফ স্টাইল, ক্রিওল্যান ওরিরেন্টাল রিয়েল স্টেট, প্রাইভ স্পা এন্ড সেলুন, দ্য অলিভস ও এলিট ফোর্স। মিডিয়া পার্টনার ছিল বাংলাভিশন ও ডেইলি স্টার।