Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

নতুনদের কাছেই সব ছেড়ে দিতে হবে

এক বছরেরও বেশি সময় ধরে মিডিয়ায় কাজ করছেন না জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা মাহফুজ আহমেদ। ব্যক্তিগত এবং ব্যবসায়িক কাজ নিয়েই ব্যস্ত আছেন তিনি। সমসাময়িক বিষয় নিয়ে কথা বলেছেন তিনি-
আনন্দ আলো: এখনকার ব্যস্ততা কি নিয়ে?
মাহফুজ আহমেদ: আমি আসলে নিজের ব্যবসায়িক কাজ নিয়েই ব্যস্ত। নিজের অফিসে বেশি সময় দেয়া হচ্ছে।
আনন্দ আলো: এক বছরের বেশি সময় ধরে অভিনয়ে নেই আপনি। আর কি ফিরবেন না?
মাহফুজ আহমেদ: অবশ্যই ফিরব। কারণ অভিনয়ের জন্যই আজকের এ অবস্থানে পৌঁছেছি আমি। ব্যক্তিগত কিছু কারণে আপাতত অভিনয় থেকে দূরে আছি। আগামী বছর থেকে অভিনয়ে ফিরব।
আনন্দ আলো: নির্মাতা হিসেবেও কাজ করার অভিজ্ঞতা আছে। এ নিয়ে পরিকল্পনা কী?
মাহফুজ আহমেদ: আমি যেসব মাধ্যমে কাজ করেছি, তার সবগুলোতেই সক্রিয় হব আগামী বছর থেকে। এ জন্য এখন প্রস্তুতি নিচ্ছি। আমার প্রযোজনা সংস্থা থেকেও কাজ শুরু হবে। সব ঠিক থাকলে আগামী বছর মিডিয়ায় একগুচ্ছ কাজ নিয়ে হাজির হব।
আনন্দ আলো: বর্তমান সময়ের নাটক নিয়ে আপনার পর্যবেক্ষণ কী?
মাহফুজ আহমেদ: যে ফর্মে আমরা দীর্ঘদিন নাটক দেখে এসেছি, এ ফর্মে নাটক থাকবে না। নতুন ফরমেটে, নতুন আয়োজনে, নতুন নির্মাতাদের মাধ্যমে নতুন যুগের সূচনা হবে। নতুনদের কাছেই সব ছেড়ে দিতে হবে। ওরা ভুল করবে, আবার শিখবে। জরাজীর্ণ এ অবস্থা থেকে দ্রæত উত্তরণ দরকার।