Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

তবুও অভিনন্দন

অনেকে হয়তো মনে করতে পারেন হেরে যাওয়া দলের পক্ষে এতো ভালো ভালো কথা কেন? তাদের জ্ঞাতার্থে একটা কথা বলতে চাই- বাংলাদেশ হেরেছে ঠিকই। কিন্তু যোগ্যতর দল হিসেবে হেরেছে।

বাংলাদেশ ক্রিকেট দলকে এজন্য অনেক শ্রদ্ধা ও ভালোবাসা।

সম্পর্কিত

bangladesh-shakib-al-hasan-c-celebrateআমাদের এই একটা জায়গাই তো আছে যা নিয়ে আমরা এক সাথে আছি। এক সাথে হাসি এক সাথে কাঁদি। বাংলাদেশ দল ক্রিকেট খেলবে শুনলেই গোটা দেশ যেন আনন্দে মেতে ওঠে। কেউ মাঠে যায় খেলা দেখতে। বাসাবাড়ি, অফিস আদালতে রেডিও টিভি সচল হয়ে যায়। রাস্তার মোড়ে মোড়ে চায়ের দোকানের আড্ডায় ক্রিকেট একমাত্র ক্রিকেটই আলোচনার বিষয় বস্তু হয়ে ওঠে। রাজনীতির মাঠে হয়তো একে অপরের চিরশত্রু। কিন্তু ক্রিকেটের মাঠে সকলে বন্ধু, প্রিয় স্বজন, আত্মার আত্মীয়। সে জন্য ক্রিকেট মাঠে বাংলাদেশ দল প্রতিপক্ষের উইকেট নিলেই এক সাথে আনন্দে উচ্ছ্বাসে গর্জে ওঠে বাংলাদেশ। আর যদি ছক্কা ও চারের মার হাকায় বাংলাদেশ তাহলে তো আনন্দের সীমা-পরিসীমা থাকে না।

ক্রিকেট খেলা বাংলাদেশের মানুষর অস্থিত্বের সাথে মিশে গেছে। সে জন্য পরাজয়েও কোনো গ্লানি নাই। বরং আনন্দ আছে এইভেবে যে লড়াই করে হেরেছে বাংলাদেশ। জয়তু বাংলাদেশ ক্রিকেট দল।