Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

গোপন কথা গোপন থাকাই ভালো!- সীমানা

আনন্দ আলো: আপনি কোন সীমানা?
সীমানা: আমি সবার সীমানা।
আনন্দ আলো: সীমানা নমের অর্থ কী?
সীমানা: সীমানা তো সীমানা। আমি শেষ সীমানা।
আনন্দ আলো: এ যাবৎ কতজন সীমানার সাথে আপনার দেখা হয়েছে?
সীমানা: আমি যেদিকে তাকাই সেদিকেই তো সীমানা। আমার চারপাশে সীমানা ঘুর ঘুর করে।
আনন্দ আলো: এত কাজ থাকতে অভিনয়ে এলেন কেন?
সীমানা: ছোটবেলা থেকেই আমি নাচ করতাম। কখনো ভাবিনি অভিনয় জগতে আসব। লাভলু ভাই অনেকটা জোড় করেই আমাকে নাটকে নিয়ে আসে। প্রথম নাটক করার পর অনেক আনন্দ পেয়েছিলাম। থিয়েটারের আর্টিষ্টদের সাথে কাজ করার পর অভিনয়ের প্রতি আমার ভালোবাসা জন্মায়। সেই ভালোবাসা থেকেই অভিনয়ে আসা।
আনন্দ আলো: জীবনের মোড় ঘুরিয়ে দেয় যে কাজটি…
সীমানা: ২০০৬ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতাটি আমার জীবনের মোড় ঘুরিয়ে দেয় বলতে পারেন।
আনন্দ আলো: ছোটবেলায় কী হতে চেয়েছিলেন?
সীমানা: আামর নানুর স্বপ্ন ছিল আমি যেন নায়িকা হই। ছোটবেলা থেকেই আমার ইচ্ছা ছিল নৃত্যশিল্পী হওয়া। নৃত্যশিল্পী হতে পারেনি তাতে কোনো দুঃখ নেই নায়িকা হতে তো পেরেছি।
আনন্দ আলো: ক্যামেরার সামনে প্রথম দিন…

সীমানা: ২০০০ সালে বিটিভিতে আমি প্রথম তালিকাভুক্ত শিল্পী হই। ওই সময় আমাদেরকে সাপ্তাহিক একটা টিভি প্রোগ্রাম দেয়া হত। সে সময় আমি প্রথম ক্যামেরার সামনে দাঁড়াই।
আনন্দ আলো: আপনার অভিনীত প্রথম নাটক…
সীমানা: আমার অভিনীত প্রথম নাটক ‘কলেজ স্টুডেন্ট’। এটি পরিচালনা করেছিলেন সালাউদ্দিন লাভলু। প্রথম নাটকে অভিনয়ের সময় খুব ভয় পেয়েছিলাম। তবে লাভলু ভাই আমাকে প্রচুর সাহায্য করেছিলেন। এ জন্য নাটকে আমার চরিত্রটি সুন্দর ভাবে ফুটিয়ে তুলতে পেরেছিলাম।
আনন্দ আলো: যে সময়টা ফ্রেমে বন্দি রাখার মতো…
সীমান: ২০০৬ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় ক্যাম্পে থাকার সময় আমরা সবাই মিলে খুব মজা করতাম, আড্ডা দিতাম। ক্যাম্পে থাকার সেই সময়টা ফ্রেমে বন্দি রাখার মতো।
আনন্দ আলো: যে প্রশ্ন শুনতে শুনতে ক্লান্ত…
সীমানা: আপা আপনি ফিল্ম করেন না কেন?
আনন্দ আলো: মিডিয়ায় যে ব্যাপারটা ভালো লাগে না?
সীমানা: আমি সব সময় চেষ্টা করি সব জায়গায় মানিয়ে নেওয়ার। তবে হ্যাঁ, মিডিয়ার সম্পর্কে কেউ যদি বাজে কথা বলে সেটা আমার কাছে ভালো লাগে না।
আনন্দ আলো: নিজের সম্পর্কে দুইটা যোগন কথা…
সীমানা: গোপন কথা বলতে চাই না। গোপন কথা গোপন থাকাই ভালো।
আনন্দ আলো: বন্ধুরা আমাকে যা বলে খ্যাপায়…
সীমানা: আমার নাকটা দেখতে একটু লম্বা তো সে জন্য বন্ধুরা আমাকে ‘নাকাল’ বলে খ্যাপায়। আবার তোতা পাখি তোতা পাখি বলে ডাকে।
আনন্দ আলো: বিরক্ত লাগে কখন…
সীমানা: যখন দেখি আশেপাশের মানুষ গুলো মিথ্যার আশ্রয় নিচ্ছে। সেটা আমি সহ্য করতে পারি না।
আনন্দ আলো: নিজের সবচেয়ে দূর্বল দিক…
সীমানা: আমি দূর্বল ভালোবাসায়। এটা আমার সবচেয়ে দুর্বল দিক।
আনন্দ আলো: পত্রিকার যে অংশটি আগে পড়া হয়…
সীমানা: আমি সব সময় পত্রিকার বিনোদন পাতাটা আগে পড়ি।
আনন্দ আলো: যে ধরনের সিনেমা পছন্দ…
সীমানা: অবসর সময়ে রোমান্টিক-থ্রিলার ধরনের সিনেমা বেশি দেখা হয়। ভিন্ন ধারার ছবিও ভালো লাগে।
আনন্দ আলো: একদিন হঠাৎ দেখলেন আপনি মেয়ে থেকে ছেলে হয়ে গেলেন। তখন কী করবেন?
সীমানা: একজন অভিনেত্রী হিসেবে যে চরিত্র গুলোতে অভিনয় করতে পারি নাই তখন সেই চরিত্র গুলো করব।
আনন্দ আলো: নিজেকে নিয়ে কোন গুজবটি বেশি হাস্যকর মনে হয়?
সীমানা: আমাকে নিয়ে যখন মানুষজন বলে ও খুব ভাব মারে। এ করে, সে করে। ওর মুডে থাকা যায় না। এটা আমার কাছে হাস্যকর মনে হয়।