Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

করোনায় ঘরে বসেও ব্যস্ত কনা

করোনাভাইরাসের এই সময়ে সংগীতশিল্পীদের মধ্যে সবচেয়ে ব্যস্ত কনা। সিনেমায় প্লেব্যাক, নতুন গানের রেকর্ডিং, স্টেজ শো, বিজ্ঞাপনে ভয়েস ওভার, মিউজিক ভিডিওর শ্যুটিং, টিভি ও রেডিও অনুষ্ঠান, ইন্টারভিউ- সব জায়গাতেই তিনি নিয়মিত কাজ করেন। তবে এখন অন্যদের মতো তাকেও হোম কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে। কিন্তু থেমে নেই কনা। পেশাগত কাজে সারা বছর ব্যস্ত থাকলেও এখন একজন সচেতন নাগরিক ও শিল্পীর দায়বদ্ধতা থেকে ঘরে বসেই নতুন নতুন গান করছেন তিনি। করোনা সচেতনতা নিয়ে এরই মধ্যে অনেকে গান করছেন। গানগুলোতে অনেক শিল্পীর সমাগম থাকছে। মজার বিষয় হলো, বেশিরভাগ গানে রয়েছেন কনা। গানগুলোতে রয়েছে করোনা সচেতনতা ও এই দুর্যোগ কাটিয়ে ওঠার জন্য অনুপ্রেরণামূলক কথা ও সুর। গানগুলো দর্শক-শ্রোতার মাঝে বেশ সাড়াও ফেলছে। এরই মধ্যে কনা গেয়েছেন কুদ্দুস বয়াতীর সঙ্গে একটি দ্বৈত গান, বাংলালিংকের আয়োজনে ‘ভালো থেকো বাংলাদেশ’ গানটি। এতে তার সহশিল্পী বাপ্পা মজুমদার, মিথিলা, মম, সাবিলা নূর, মনোজ, নাঈম, সজল ও মারিয়া নূর। সুপার শপ স্বপ্ন যে সচেতনতামূলক গান করেছে, তার শিরোনাম ‘এবার ঘরে বসে বৈশাখই বেস্ট’। গাউসুল আজম শাওনের কথা, চিরকুট ব্যান্ডের ভোকাল সুমির সুর ও পাভেল আরিনের সংগীতে গানটিতে কনা ছাড়াও কণ্ঠ দিয়েছেন সুমি, বাপ্পা মজুমদার, রাফা, আনিকা ও অভিনেতা চঞ্চল চৌধুরী। অভিনয়ে অংশ নিয়েছেন আনিসুল হক, তানভীন সুইটি ও পিয়া জান্নাতুল। আর গানচিলের ব্যানারে ‘এসো সবাই’ নামের গানটিতেও রয়েছে কনার কণ্ঠ। আসিফ ইকবালের লেখা গানটির সুর-সংগীত করেছেন অদিত। আরও গেয়েছেন বাপ্পা, এলিটা, অদিত, লাবিক কামাল গৌরব, সুফি, দোলা, সুফি ও ঐশীর কণ্ঠ। অভিনয়ে অংশ নিয়েছেন ঈশিতা, নোবেল, আরেফিন শুভ, ইরফান সাজ্জাদ, ইরেশ যাকের, কুসুম শিকদার, মম, সাবিলা নূর, সালহা নাদিয়া, মিস বাংলাদেশ ঐশী, নৃত্যশিল্পী হৃদি শেখ, গায়িকা পড়শীসহ অনেকে। কনা হোম কোয়ারেন্টাইনে আছেন ২০ মার্চ থেকে। এই সময়ের মধ্যে জীবনকে নতুন করে বুঝতে শিখেছেন তিনি। দল বেঁধে আড্ডা দেওয়ার চেয়ে ঘরে বাবা-মায়ের সেবা করায় বেশি আনন্দ পান তিনি। কনা বলেন, আমি কিন্তু সম্প্রতি বিদেশ সফর করিনি। তাও হোম কোয়ারেন্টাইনে গিয়েছি বিবেকের তাড়নায়। গতকাল ছিল কনার জন্মদিন। এবারের জন্মদিন ঘরে বসেই কাটালেন। তবে ভক্ত ও কাছের মানুষের অসংখ্য শুভেচ্ছা বার্তায় সিক্ত হয়েছেন এই শিল্পী। কনা বলেন, ‘সত্যি বলতে চারপাশে আসলে কোনো সুখ নেই। তাই নিজের জন্মদিন নিয়েও তেমন কোনো ভাবনা ছিল না। শুধু একটি কথাই বলতে চাইÑ পৃথিবী খুব তাড়াতাড়ি করোনামুক্ত হোক, আমরা যেন নতুন পৃথিবীতে নতুন করে বাঁচতে পারি। সবাই নিজের ঘরেই থাকুন, নিরাপদে থাকুন, নিজের পরিবারকে নিরাপদে রাখুন, অন্যকেও নিরাপদে রাখুন।’