Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

এবারের মেলা দেখে বেশ শান্তি লাগছে

মুহম্মদ জাফর ইকবাল

প্রতিবছরই এমন ঘটনা ঘটে। জনপ্রিয় লেখক মুহম্মদ জাফর ইকবাল বইমেলায় এলেই ভক্ত-পাঠকেরা মৌমাছির মতো তাকে জেকে ধরে। গতকাল ছুটির দিনে বইমেলার দৃশ্যটি এমনই ছিল। কারণ মেলায় এসেছিলেন জনপ্রিয় লেখক মুহম্মদ জাফর ইকবাল। তাকে কাছে পেয়ে ভক্তরা ঘিরে ধরে। মেলা মাঠে আলাপকালে এবারের বইমেলা নিয়ে তিনি বলেন, ফেব্রæয়ারি মাসটা এলেই মনটা পড়ে থাকে এই বইমেলায়। সময়ের ব্যস্ততার জন্য শুরুর দিন থেকে মেলায় আসতে পারিনা। তবে আজ থেকে সামনের দিনগুলোতে মেলায় আসার ইচ্ছা আছে। মেলায় এলেই ছোট ছোট বাচ্চাদের কাছে থাকতে বেশ আনন্দ লাগে। প্রযুক্তির এই সময়ে এখনো যে তরুণ প্রজন্মের বইয়ের প্রতি এতো আগ্রহ তা দেখতেই বেশ ভালো লাগে। আমার বিশ্বাস বইয়ের ছাপা আবেদন কখনোই যাবে না। তা থাকবেই। আর এবছর মেলা দেখে বেশ শান্তি লাগছে বলে তিনি উল্লেখ করে বলেন, মেলার পরিধি বেশ বড় হয়েছে। স্টলগুলোর সাজসজ্জাও বেশ নান্দনিক হয়েছে।
এবছর মেলায় মুহম্মদ জাফর ইকবালের বেশকিছু বই প্রকাশিত হয়েছে। এরমধ্যে রয়েছেÑ তা¤্রলিপি থেকে ‘সাইক্লোন’, ‘রাশা’, সময় প্রকাশন থেকে ‘বৈজ্ঞানিক কল্পকাহিনি’, ‘ত্রাতিনা’, পার্ল পাবলিকেশন্স থেকে ‘তবুও টুনটুনি তবুও ছোটাচ্চু’ সহ আরো কিছু বই।

সম্পর্কিত

এ কেমন মুখের ভাষা

মেলা থেকে বলছি…

যাঁরা একুশে পদক পেলেন