Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

আমি ভাই গানের ঝিলিক!

মোহাম্মদ তারেক
আনন্দ আলো: আপনি কোন ঝিলিক?
ঝিলিক: আমি সেরাকণ্ঠের ঝিলিক
আনন্দ আলো: এত কাজ থাকতে গানে এলেন কেন?
ঝিলিক: চার বছর বয়স থেকে আমি গান শেখা শুরু করি। আমার গানের হাতে খড়ি বাবা এম এ জলিলের কাছ থেকে। ছোটবেলা থেকেই আমি গায়িকা হতে চেয়েছিলাম। তাই গানে আসা।
আনন্দ আলো: জীবনের মোড় ঘুরিয়ে দেয় যে কাজটি…
ঝিলিক: ২০০৮ সালে চ্যানেল আই সেরাকণ্ঠ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়াটাই আমার জীবনের মোড় ঘুরিয়ে দেয় বলতে পারেন।
আনন্দ আলো: গান গেয়ে প্রথম পুরস্কার…
ঝিলিক: ২০০২ ও ২০০৩ সালে নতুন কুঁড়ি প্রতিযোগিতায় দেশের গান, পল্লীগীতি, নজরুল সঙ্গীত বিভাগে প্রথম স্থান অধিকার করেছিলাম।
আনন্দ আলো: প্রথম অ্যালবাম…
ঝিলিক: ২০০৯ সালে সাউন্ডটেকের ব্যানারে প্রকাশিত হয় আমার জীবনের প্রথম একক অ্যালবাম। অ্যালবামের নাম ছিল ‘আমার কি দোষ’।
আনন্দ আলো: সিনেমার গানে অভিষেক…
ঝিলিক: ‘ভালোবাসার লাল গোলাপ’ সিনেমায় আমি প্রথম প্লেব্যাক করেছিলাম।
আনন্দ আলো: যাকে অথবা যাদের গান শুনে এখনো গান শিখি…
ঝিলিক: রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, রেজওয়ানা চৌধুরী বন্যা, ফেরদৌস আরা, ফাহমিদা নবী, সামিনা চৌধুরী, কনক চাপার গান শুনে শুনে এখনো গান শিখি।
আনন্দ আলো: ভালোবাসার গান…
ঝিলিক: আমার ভালোবাসার গান অনেক গুলো। কোনটা ছেড়ে কোনটা বলবো। তবে মন বেসামাল, চুপিচুপি, তোমাকে ছাড়া, নীল আকাশ, একটুকু ছোয়া লাগে, সত্যি জানি না, কৃষ্ণচূড়া গানগুলো আমার খুবই পছন্দের।
আনন্দ আলো: ঝিলিকের গানে মডেল ঝিলিক নিজেই…
ঝিলিক: গানের ভিডিওতে পারফর্ম করা মানে অভিনয় করা। অভিনয়টা বেশ কষ্টের মনে হয় আমার কাছে। গানের ভিডিওতে মডেলিং করা যায় না, অভিনয়ই করতে হয়। অনেক রকম অভিব্যক্তি দিতে হয়।
আনন্দ আলো: আপনার কাছে সঙ্গীত কি?
ঝিলিক: আমার কাছে সঙ্গীত হচ্ছে জীবনের প্রকৃত বন্ধু। এমন এক বন্ধু যে কখনই আমাকে ছেড়ে যাবে না। আমার আনন্দ-বেদনা সব সময়েরই সঙ্গী। আমার একাকিত্বের সঙ্গী। আত্মার খোরাক। এক কথায় বলতে গেলে সঙ্গীত মানুষের অন্তরআত্মা।
আনন্দ আলো: সঙ্গীতে আপনার আইডল কে?
ঝিলিক: সঙ্গীতে আমার সবচেয়ে বড় আইডল হচ্ছেন আমার বাবা। আমার প্রধান সঙ্গীত গুরু। তারপর আমার আইডল হচ্ছেন রুনা লায়লা ও সাবিনা ইয়াসমিন।

আনন্দ আলো: একদিন স্টুডিওতে গান রেকডিং করতে গিয়ে দেখলেন, আপনার কণ্ঠ মেয়ে থেকে ছেলে হয়ে গেল। তখন কী করবেন?
ঝিলিক: কি আর করা? ছেলে কণ্ঠে গানটা গেয়ে যাব।
আনন্দ আলো: জীবনের যে সময়টা ফ্রেমে বন্দি করে রাখার মতো…
ঝিলিক: আমার বাবা-মার সাথে প্রতিটা মুহূর্তের সেই সময়টা ফ্রেমে বন্দি করে রাখার মতো।
আনন্দ আলো: যে পোশাকে আমাকে সবচেয়ে বেশি মানায়….
ঝিলিক: আমার মনে হয় সালোয়ার কামিজ।
আনন্দ আলো: জীবনের সবচেয়ে প্রিয় ঘটনা…
ঝিলিক: যেদিন সেরাকণ্ঠ প্রতিযোগিতায় আমি চ্যাম্পিয়ন হই। কখনই ধারণা করতে পারিনি যে, এত এত প্রতিযোগীকে টপকে আমি সেরা হব। তবে এ জন্য আমার পরিবারের কাছে অনেক কৃতজ্ঞতা।
আনন্দ আলো: এ জীবন কেমন?
ঝিলিক: এ জীবন আসলে জীবনের মতোই সুন্দর।
আনন্দ আলো: চুপিচুপি কি করছেন?
ঝিলিক: কি আর করব গানে মেতে আছি। সত্যি জানি না ও চুপি চুপি গান দুটি আমার কণ্ঠে গাওয়া। এটি আমার দ্বিতীয় একক অ্যালবাম ‘ঝিলিক’ এ ছিল।
আনন্দ আলো: গুন গুন করে যে গান গাইতে ভালো লাগে….
ঝিলিক: পুরোনো দিনের সিনেমার জনপ্রিয় গান গুলো গাইতে ভালো লাগে।
আনন্দ আলো: তোকে ছাড়া…
ঝিলিক: এটি ইমরানের সঙ্গে আমার নতুন গান। জি-সিরিজের ব্যানারে প্রকাশ হয়েছে। গানের কথা লিখেছেন স্যামুয়েল হক। ফয়সাল আহমেদের সুরে গানটির সংগীতায়োজন করেছেন মেহেদী। বেশ সুন্দর একটি গান। ইমরানের সঙ্গে এটি আমার দ্বিতীয় গান।
আনন্দ আলো: যা করলে মন ভালো হয়ে যায়…
ঝিলিক: ভালো গান গাইতে পারলে মন ভালো হয়ে যায়।