Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

আমাদের অনেক বড় বইমেলা!

বিশেষ প্রতিনিধি
একুশে বইমেলা এবার সত্যিকার অর্থেই বিশাল ও ব্যাপক আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে। এক সময় বাংলা একাডেমির আঙিনায় যেখানে পুরো বইমেলা ঘুরে দেখতে সময় লাগতো বড় জোর এক ঘণ্টা এখন সেখানে সময় লাগে কয়েকঘণ্টা। প্রতিদিন ৬ ঘণ্টা চলে বইমেলা। একদিনের ৬ ঘণ্টা ঘুরেও পুরো বইমেলা দেখা সম্ভব নয়। এমন মন্তব্য করলেন মেলায় ঘুরতে আসা অনেক ক্রেতা দর্শক। পুরনো ঢাকার শ্যামবাজারের বাসিন্দা হরিচরণ ঠাকুর প্রতি বছরই বইমেলায় আসেন। বইমেলা থেকে পছন্দের কবি লেখকের বই কিনে প্রিয়জনকে উপহার দেন। এরই মধ্যে এবার দুইদিন বইমেলায় এসেছেন। প্রথম দিনে পুরো বইমেলা ঘুরে দেখা সম্ভব হয়নি। প্রসঙ্গ তুলতেই বললেন, এবারের বইমেলা অন্যান্য বছরের তুলনায় অনেক নান্দনিক হয়েছে। বিভিন্ন প্রকাশনা সংস্থার প্যাভিলিয়ন দেখে মনে খুব আনন্দ হচ্ছে। যেন বিদেশের কোনো বইমেলা দেখছি। তিনি বলেন, মেলাটাতো অনেক সুন্দর চেহারা পেল কিন্তু চেহারা ভালো হলেই তো চলবে না। এবার চেহারার পাশাপাশি গুণ দরকার। বইমেলায় ভালো বইয়ের স্বীকৃতি প্রয়োজন। [আরো পড়–ন ২য় পাতায়]