Home বইমেলা প্রতিদিন সময়: সৃজনশীল বইয়ের প্রকাশনা

সময়: সৃজনশীল বইয়ের প্রকাশনা

SHARE

সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলার অংশে প্রবেশ করে একটু এগুতেই চোখে পড়বে সময় প্রকাশন-এর প্যাভিলিয়ন। চারপাশ খোলা এই প্যাভিলিয়নে যে কানো পাশে দাঁড়িয়ে পছন্দের বইটি কিনতে পারবেন। এই প্রকাশনী থেকে প্রতিবছর অসংখ্য সৃজনশীল বই প্রকাশ হয়। সময় প্রকাশনÐএর সত্বাধিকারী ফরিদ আহমেদ।  এবারের বইমেলায় সময় থেকে নতুন বই প্রকাশ হয়েছে প্রায় ৫০টি। এর মধ্যে আছে প্রবন্ধ/গবেষনা, মুক্তিযুদ্ধ, স্মৃতিকথা, ভ্রমণ কাহিনী, সমালোচনা গ্রন্থ, স্বাস্থ্য ও চিকিৎসা, কিশোর সাহিত্য, উপন্যাস, সংকলন, সমগ্র, কবিতা, ছড়া, পুঁথি, অনুবাদ ও রম্যরচনা এ ছাড়াও আছে সাহিত্য সম্রাট হুমায়ূন আহমেদÐএর লেখা বেশ কিছু অসাধারন উপন্যাস।