Home বইমেলা প্রতিদিন শুরুতেই জমজমাট বইয়ের উৎসব!

শুরুতেই জমজমাট বইয়ের উৎসব!

SHARE
Jomjomat

সুবর্না হক
সেই শুরুর সময় থেকে একুশে বইমেলার আলো জ্বালিয়ে চলেছে তরুণরাই। পাঠক, প্রকাশক ও লেখক হিসেবে তরুণদেরই অংশ গ্রহণ বেশি। এবারও তার ব্যতিক্রম হয়নি। বিগত বছর গুলোর তুলনায় এবার বাংলা একাডেমি আয়োজিত একুশে বইমেলার পরিসর অনেক বড়। আয়োজনের দিক থেকেও স্বতন্ত্র হয়ে উঠেছে এবারের বইমেলা। পাশাপাশি মেলার আকর্ষণও বেড়েছে। এসবের নেতৃত্বের অগ্রভাগে তরুণ-তরুণীরাই গুরুত্বপুর্ণ ভ‚মিকা পালন করছে। গতকাল বইমেলা ঘুরে দেখা গেল প্রায় প্রতিটি স্টলে বিক্রয়কর্মী হিসেবে দায়িত্ব পালন করছে তরুণ-তরুণীরাই। বেশ কিছু স্টল ও প্যাভিলিয়নে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র-ছাত্রীরা বিক্রয় কর্মীর দায়িত্ব পেয়েছেন। বইমেলার এই একটি মাসে এটি তাদের খÐকালীন চাকরি। অধিকাংশ প্রকাশনা সংস্থার নেতৃত্বে রয়েছেন তরুণ-তরুণীরাই। আধুনিক প্রযুক্তির ব্যবহারকে গুরুত্ব দিয়ে তারা বইয়ের প্রকাশনায় সৃজনশীল ও নান্দনিক ভাবনাকে ছড়িয়ে দিয়েছেন। বিগত ১০/১৫ বছরের তুলনায় বইয়ের প্রচ্ছদ ও প্রকাশনায় অনেক পরিবর্তন এসেছে। সবই সম্ভব হয়েছে প্রকাশনা শিল্পে আধুনিক মনস্ক তরুণ-তরুণীদের অংশ গ্রহণের ফলে।
গতকাল বইমেলার ৪দিনে মেলার উভয় অংশ জুড়ে প্রকাশক, পাঠক ও লেখক হিসেবে তরুণদের উপস্থিতিই বেশি চোখে পড়েছে। তারুণ্যের জয় হোক।