SHARE

যে কোনো সংবাদের শিরোনামই হলো আসল। কারণ শিরোনাম দেখেই পাঠক সংবাদটির প্রতি আগ্রহী হয়। সে কারণে অনেক সংবাদপত্র এবং অনলাইন মিডিয়ায় চমকপ্রদ শিরোনাম চাপা হয়। যা অনেকক্ষেত্রে পাঠককে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি ফেলে দেয়। যার সম্পর্কে লেখা হয় তিনিও চরমভাবে বিব্রত হন।

সম্প্রতি নড়াইলের সাংসদ বাংলাদেশের ক্রিকেট এর জীবন্ত কিংবদন্তি মাশরাফী বিন মোর্তোজাকে ঘিরে একটি অন লাইন নিউজ পোর্টালে বিব্রতকর শিরোনাম প্রকাশ হয়। পরবর্তীতে মাশরাফী বিন মোর্তোজা এই ব্যাপারে তীব্র ক্ষোভ প্রকাশ করলে শিরোনাম বদলে দেয়া হয়। ঘটনাটি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। পোর্টালটিতে প্রথম যে শিরোনামটি ছাপা হয়েছিল তা ছিল এমন, বউকে রাস্তায় ফেলে গেলেন স্বামী, কাছে টেনে নিলেন মাশরাফি। পরবর্তীতে শিরোনামটি বদলে লেখা হয়, মাশরাফির নির্দেশে স্বামীর বাড়িতে ঠাঁই হলো ইতির। সংগত কারণেই আগের শিরোনামটি নিয়ে অনেক প্রশ্ন দেখা দিয়েছে। প্রচার মাধ্যমের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ কেউ…