Home ফিচার শত লোকের প্রয়োজন নাই

শত লোকের প্রয়োজন নাই

SHARE
Ferdousi

ফেরদৌসী মজুমদার। এক নামেই যার ব্যাপক পরিচিতি। অসংখ্যবার আনন্দ আলোর জন্য সাক্ষাৎকার দিয়েছেন। একটি সাক্ষাৎকারের কথা খুব বেশি মনে পড়ছে। সেই সাক্ষাৎকারের শিরোনাম ছিলÑ “শত লোকের প্রয়োজন নাই। কাছের লোক থাকলেই চলে”। দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছিলেন সেবার। শুরুতে বলেছিলেনÑ আসলে দুই ধরনের পরিবার আছে আমার। একটা নাটকের পরিবার। অন্যটা আমার নিজস্ব পরিবার। কথায় কথায় বলেছিলেন, জীবনে সুখি হওয়ার জন্য শত লোকের প্রয়োজন নাই। কাছের লোক কাছে থাকলেই চলে। আনন্দ আলোয় তার সাক্ষাৎকার প্রকাশের পর দেশ-বিদেশ থেকে অনেকেই তাকে সাধুবাদ জানিয়েছিলেন। চট্টগ্রামের পতেঙ্গা থেকে লামিয়া ইউসুফ নামে এক গৃহিণী একটি চিঠি পাঠিয়েছিলেন আনন্দ আলোয়। চিঠিতে লেখা ছিল ‘ফেরদৌসী মজুমদার আপনি আমার অনেক পছন্দের মানুষ। আপনার সাক্ষাৎকার পড়ে আমি যারপর নাই অভিভ‚ত। আপনি যথার্থই বলেছেন। জীবনে সুখি হওয়ার জন্য শত লোকের প্রয়োজন নাই। কাছের মানুষ থাকলেই চলে… ধন্যবাদ আপনাকে।’