Home শীর্ষ কাহিনি প্রচ্ছদ মুখ রুনা লায়লার গানে মঞ্চ মাতালেন অপি করিম

রুনা লায়লার গানে মঞ্চ মাতালেন অপি করিম

SHARE

অপি করিম। আমাদের শোবিজের এক আলোচিত তারকা। কী মঞ্চ, কী টিভি নাটক অথবা চলচ্চিত্র সব খানেই অপির উজ্জ্বল উপস্থিতি দর্শকের বিপুল আগ্রহের বিষয়। অভিনয়ের পাশাপাশি অনুষ্ঠান উপস্থাপনায়ও সাফল্যের স্বাক্ষর রেখেছেন অপি। এবারের ঈদে টিভি মাধ্যমে আনন্দ-বিনোদনের রঙিন জগতে অপিকে দেখা যাবে নানাভাবে। ক্ষুদে গানরাজের গ্র্যান্ড ফিনালেতে বিশ্বখ্যাত সঙ্গীত তারকা রুনা লায়লার কালজয়ী ৩টি গানের সাথে অপির মুনোমুগ্ধকর নাচ দর্শকদের প্রভুত আনন্দ দেয়। ‘পায়ের এই নুপুর আমার যাদু জানে’ বাইজী বাড়ির সেটে এই গানটির সঙ্গে অপি চমৎকার নেচে সবাইকে মুগ্ধ করেন। অতিথিরা করতালি দিয়ে অভিনন্দন জানান তাকে। গানটি শেষ হওয়ার পর সবাই ধরে নিয়েছিলেন এই গানের পর হয়তো অন্য কোনো পরিবেশনা নিয়ে অন্য কেউ আসবেন। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে আবার অপি করিম মঞ্চে এলেন রুনা লায়লার জনপ্রিয় গান ‘পাড়া পড়শি কয় আমায় ভুতে ধরেছে’ এই গানের তালে নাচতে নাচতে। কলসী কাখে গ্রাম্য বধূর সাজে অপির এই পারফর্মমেন্স দেখে রুনা লায়লা হাত তালি দিয়ে তাকে অভিনন্দন জানান। এর পর পরই ‘আয় মেঘ আয়রে’ রুনা লায়লার গাওয়া বিখ্যাত এই গানের সঙ্গে অপি করিম নাচ পরিবেশন করেন শুভ্র সাদা ড্রেস পরে। যেন কোনো মেঘের দেশের পরী মর্তে নেমে নাচতে শুরু করে। এই গানটির সঙ্গে অপি যখন নাচছিলেন তখন রুনা লায়লা তন্ময় হয়ে গানের সঙ্গে ঠোঁট মেলাচ্ছিলেন।