Home বইমেলা প্রতিদিন মোড়ক উন্মোচন

মোড়ক উন্মোচন

SHARE

গতকাল বইমেলায় বেশ কয়েকটি বইয়ের মোড়ক উন্মোচন হয়। তার মধ্যে আছে ওমর ফারুকের ছোট সাহেবের ফাঁসি, মোড়ক উম্মোচন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। নাযাদ হোসেনের নিঝুম দুপুর মা ঘুমিয়ে, মোড়ক উন্মোচন করেন সংগীত শিল্পী দিলরুবা খান, নাট্যকার আকতার ফেরদৌস রানা ও অভিনেত্রী স্বাগতা। রায়হান আহমেদের হৃদয়ে বঙ্গবন্ধু মোড়ক উন্মোচন করেন এভারেষ্ট বিজয়ী মূসা ইব্রাহিম ও খালেক বিন জয়েন উদ্দিন। মান্না চৌধুরীর সিলেটের ফুটবল, মোড়ক উন্মোচন করেন সাবেক সচিব ও লেখক রনজিৎ বিশ্বাস, কবি রবীন্দ্র গোপ। আল মামুনের ছড়ায় ছড়ায় বাংলাদেশ। ফয়জুস সালেহীনণ্ডএর আলো আর আধাঁরের গল্প, নাজিয়া খাতুনের সারথি, সৈয়দ আলী ইমামের অকাল বসন্ত, মোড়ক উন্মোচন করেন সৈয়দ হাসান ইমাম ও সাবেক সচিব এবং লেখক রনজিৎ কুমার বিশ্বাস।