Home সাক্ষাৎকার মিষ্টি মেয়ে মিষ্টি মারিয়া!

মিষ্টি মেয়ে মিষ্টি মারিয়া!

SHARE

ওর নামের সাথে ওর আচরণগত বেশিষ্ট্যেরও একটা মিল আছে। সারাক্ষনই হাসে। হাসলে ওর গালে টেলে পড়ে। তখন ওকে আরও মিষ্টি দেখায়। এটাই ওর বৈশিষ্ট্য। সবার সাথে হেসে হেসেই কথা বলে। হাসি মুখের এই সুইট মেয়েটির নাম মিষ্টি মারিয়া। আমাদের চলচ্চিত্রের আলোকিত নতুন মুখ। সম্ভাবনাময় এই চিত্রনায়িকা এবারের ঈদে দুটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। ইমপ্রেস প্রযোজিত দুটি চলচ্চিত্র হল ‘আলোয় ভুবন ভরা’ ও ‘ভালোবাসার উত্তাপ’। গীতালী হাসানের কাহিনী অবলম্বনে ‘আলোয় ভুবন ভরা’ ছবিটি পরিচালনা করেছেন আমীরুল ইসলাম। আর ‘ভালোবাসার উত্তাপ’ পরিচালনা করেছেন শহীদুল আলম সাচ্চু। দুটি ছবিতেই গুরুত্বপুর্ন চরিত্রে অভিনয় করেছেন মিষ্টি মারিয়া। আনন্দ আলো কার্যালয়ে এসেছিলেন চলচ্চিত্রের এই মিষ্টি মেয়ে মিষ্টি মারিয়া। ছবি দুটির শ্যুটিং হয়েছে দেশের বাইরে। শ্যুটিং এর নানান অভিজ্ঞতা তুলে ধরে বললেন, পরিচালকের আন্তরিক নির্দেশনা অনুযায়ী অভিনয় করতে চেষ্টা করেছি। দুটি ছবির কাহিনী ভিন্ন। আমার চরিত্র দুটি একটার সাথে অন্যটা একেবারেই আলাদা। একটা ছবিতে আমি অনেক শান্ত। আরেকটাতে অনেক চঞ্চল। অভিনয় করে আনন্দ পেয়েছি। এখন প্রিয় দর্শকদের মন্তব্যের অপেক্ষায় আছি।
উল্লেখ্য, চ্যানেল আইতে মারিয়া অভিনীত আলোয় ভুবন ভরা ও ভালোবাসার উত্তাপ ছবি দুটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে যথাক্রমে ঈদের দিন ১১:৩০টা ও ঈদের তৃতীয় দিন সকাল ১০:১৫টায়।